পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম অধ্যায়।
১৮৯

কাজকর্ম দেখিয়া স্পষ্ট প্রতীতি হয় যে, গবর্ণমেণ্টের প্রত্যেক চক্র উৎকোচগ্রহণ দোষে দূষিত, লুণ্ঠন ও অত্যাচারের ভাব সর্ব্বত্র প্রবল, এবং উৎকট অর্থলালসায় উদারতার প্রত্যেক কণা, প্রত্যেক ভাব নির্বাণপ্রাপ্ত ও বিলুপ্ত।” ইতিহাসে এরূপ প্রমাণও বিরল নহে যে, এমন অনেক লোক ছিলেন, যাঁহারা কোম্পানির চাকুরিতে নিযুক্ত হইয়া এ দেশে আসিতেন, এবং তৎপরে নিজ নামে কারবার খুলিয়া কোম্পানির চাকুরি ছাড়িয়া দিতেন। উইলিয়াম বোল্ট নামক একজন সাহেব ইহার উৎকৃষ্ট উদাহরণ। তাঁহার ধমনীতে জার্ম্মান শোণিত প্রবাহিত ছিল। তিনি কোম্পানির কর্মচারী হইয়া ভারতবর্ষে উপিস্থত হন, কিন্তু চাকুরি ছাড়িয়া বাণিজ্যে প্রবৃত্ত হন এবং আট বৎসরে নয় লক্ষ টাকা সঞ্চয় করিয়া বসেন। পাদরি লঙ সাহেব বলেন, ইউরোপীয়দিগের মধ্যে উইলিয়াম বোসই প্রথমে বাঙ্গালা ভাষা শিক্ষা করেন, এবং তিনি “Consideration of Indian Affairs” নামক একখানি উৎকৃষ্ট পুস্তকও লিখিয়াছিলেন। পরন্তু তিনি হাঙ্গামাপ্রিয়তা ও অসচ্চরিত্রতার জন্য নির্বাসিত হন।

 অতি প্রাচীন কাল হইতে বড়বাজার বাণিজ্যের কেন্দ্রস্থল বলিয়া প্রসিদ্ধ। আর্ম্মাণী, মাড়ওয়ারি ও অন্যান্য জাতীয় লোকেরা জব্ চার্ণক সাহেবের কলিকাতায় আগমনের পুর্ব্ব হইতেই এখানে বাণিজ্য করিতে আরম্ভ করিয়াছিল। শেঠ ও বসাক গণও প্রাচীন কাল হইতে এখানে বাণিজ্য করিতেছিল। পুর্ব্বে কলিকাতায় প্রায় সর্ব প্রকার পণ্যদ্রব্যের উপরেই এক প্রকার শুল্ক আদায় করা হইতে। এই পণ্যগুল্ক Town duty (টাউন ডিউটি অর্থাৎ নগরগুরু) নামে অভিহিত হইত। ষ্টার্ণডোল