পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম অধ্যায়।
১৯৫

গুলির সহিত বাণিজ্য চলিত। পরে ভাস্কো ডা গামা উত্তমাশা অন্তরীপ পরিবেষ্টনপুর্বক ভারতে আসিবার সমুদ্রপথ আবিষ্কার করিবার পর হইতে ইউরোপীয় বাণিজ্য অতি খরবেগে প্রসার ও উন্নতিলাভ করিতে থাকে। এক শতাব্দীরও অধিক কাল পর্তুগীজ জাতিই প্রাচ্য বাণিজ্যে সম্পূর্ণ একাধিপত্য স্থাপন করিয়া রাখিয়াছিলেন। পর্তুগীজদিগের অভ্যুদয় ও তাহাদের অধঃপাতের কারণ পুর্ব্বেই আলোচিত হইয়াছে। ওলন্দাজেরাই প্রথমে পর্তুগীজদিগের একাধিপত্য বিনষ্ট করেন। উইলিয়াম ব্যারেণ্টস ও অপর কয়েক ব্যক্তি পেতারোহণে ইউরোপ ও এসিয়ার উত্তর উপকূল ঘুরিয়া ভারতবর্ষে আসিতে চেষ্টা করিয়াছিলেন। কিন্তু ওলন্দাজদিগের মধ্যে কর্নেলিয়স হুটুম্যান নামক এক ব্যক্তিই সর্বপ্রথমে উত্তমাশা অন্তরীপ বেষ্টন করিয়া ১৫৯৬ অব্দে সুমাত্রা ও বাণ্টমে উপস্থিত হন। ওলন্দাজের। ১৬০০ হইতে ১৭০ অব্দ পর্যন্ত কেবল প্রাচ্য সমুদ্রে কেন, ভূমণ্ডলের সকল অংশেই, সর্ব্বপ্রধান সামুদ্রিক শক্তি হইয়া পড়িয়াছিলেন। ওলন্দাজগণ কর্তৃক ১৬২৩ অকে আম্বয়না নগরে ইংরেজদিগের হত্যাকাণ্ডের পর ইংরেজেরা ভারতীয় দ্বীপপুঞ্জ ত্যাগ করিয়া ভারত উপদ্বীপে আশ্রয় গ্রহণ করেন, সুতরাং তদবধি ওলন্দাজেরা তথায় একাধিপত্য স্থাপন করেন।

 ইহারই সমকালে ওলন্দাজেরা পর্তুগীজদিগকেও এক স্থান হইতে স্থানান্তরে বিতাড়িত করিতে থাকেন এবং অবশেষে তাহাদের প্রায় সমস্ত অধিকৃত স্থানগুলি কাড়িয়া লন। তাঁহারা ১৬৩৫ অব্দ হইতে ১৬৫১ অব্দ পর্যন্ত পর্তুগীজদিগের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন। পরন্তু ক্লাইভ সাহেব তাঁহাদের ভারতের প্রধান্যের বিলোপ সাধন করেন। ১৭৯০ হইতে ১৮১১ অব্দ পর্যন্ত ইংরেজ ও ফরাসী