পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০৪
কলকাতার ইতিহাস।

ও তাঁহাদের কর্ম্মচারীরা অপেক্ষাকৃত গুরুতর মোকদ্দমা গুলির বিচারের ভার স্বহস্তে গ্রহণ করিতেন, কাজেই সেস্থলে কাজি দলিলপত্র রেজিষ্টারী করিবার ও বিবাহ সম্পন্ন করিবার কর্ম্মচারীমাত্রে পরিণত হইয়া পড়িতেন। কোম্পানিকে দেওয়ানী সনন্দ প্রদানের অব্যবহিত পরবর্ত্তী কালে মুর্শিদাবাদে যে সকল বিচারসম্পর্কীয় কর্ম্মচারী ছিলেন, নিম্নে তাঁহাদের একটি তালিকা দেওয়া হইল:

 ১। নাজিম-ইনি প্রাণদণ্ডযোগ্য অপরাধীদিগের বিচার কালে স্বয়ং প্রধান বিচারপতিরূপে অধ্যক্ষতা করিতেন।

 ২। দেওয়ান—ভূসম্পত্তিসম্পর্কীয় মোকদ্দমার বিচারভার ইঁহার হস্তে ছিল; কিন্তু ইনি খুব কম সময়ই স্বয়ং এই ক্ষমতার পরিচালনা করিতেন।

 ৩। দারোগা-আদালত-আলআলিকা অর্থাৎ ফৌজদারী আদালতে নাজিমের প্রতিনিধি-ইনি বিবাদ ঝগড়া ও গালাগালির এবং, ভূসম্পত্তি ও উত্তরাধিকার ব্যতীত অন্যান্য প্রকার সম্পত্তিসংক্রান্ত যাবতীয় মোকদ্দমার বিচার করিতেন।

 ৪। দারোগা-ই-আদালত দেওয়ানী—অর্থাৎ দেওয়ানী আদালতের দেওয়ানের প্রতিনিধি।

 ৫। ফৌজদার—অর্থাৎ পুলিসের কর্ম্মচারী ও প্রাণদণ্ডযোগ্য নহে এরূপ যাবতীয় মোকদ্দমার বিচারক।

 ৬। কাজি—ইনি উত্তরাধিকারসংক্রান্ত মোকদ্দমার বিচার করিতেন।

 ৭। মুক্তাসিব—ইহার হস্তে মাতলামি এবং সুরা ও অন্যান্য নেশার জিনিস বিক্রয় সম্বন্ধীয় মোকদ্দমার বিচার এবং কৃত্রিম বাট