পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কলিকাতার ইতিহাস।

ব্যবস্থা, ও আদেশ-নির্দেশ প্রস্তুত ও বিধিবদ্ধ করিতে পারিবেন, যাহা তাঁহাদের নিকট বা তথায় ও তৎকালে উপস্থিত তাঁহাদের অধিকাংশের নিকট উক্ত কোম্পানির এবং তাবৎ ফ্যাক্টর (factors), মাষ্টার (Masters), ম্যারিনার (Mariners), অন্যান্য কর্ম্মচারিবর্গের সুশাসন ও সুপরিচালনের নিমিত্ত এবং তাঁহাদের ব্যবসায় ও বাণিজ্যের স্থায়িত্ব ও অধিকতর উন্নতিসাধনের নিমিত্ত প্রয়োজনীয় ও সুবিধাজনক বোধ হইবে।” তাঁহারা আরও ক্ষমতা পাইলেন যে, তাঁহারা এরূপ আইন প্রস্তুত ও প্রয়োগ করিতে পারিবেন এবং প্রয়োজন হইলে তাঁহারা ইচ্ছানুসারে তাহা রহিত বা পরিবর্ত্তিত করিতে পারিবেন, এবং তদ্ভিন্ন লোকে যাহাতে ঐ সমস্ত আইন কানুন যথাযথ ভাবে মানিয়া চলে, এতদুদ্দেশ্যে তাঁহারা আপনাদের বিবেচনামত কারাদণ্ড, অর্থদণ্ড প্রভৃতি শাস্তিপ্রয়োগের ব্যবস্থা করিতে পারিবেন।

 ১৬১৮ খৃষ্টাব্দ ইংরেজদিগের স্বার্থসাধনের বিশিষ্ট অনুকূল হইয়াছিল। ইংল্যাণ্ডেশ্বর ১ম জেম্‌সের প্রখ্যাত দূত সার টমাস রো তাঁহার রাজার প্রতিনিধিরূপে ১৬১৫ খৃষ্টাব্দে দিল্লীনগরে মোগল-রাজ-সভায় উপস্থিত হন। তিনি মোগলসম্রাট জাহাঙ্গীরের এরূপ প্রীতিভাজন হইয়া উঠেন যে, তিনি ভারতে বাণিজ্যকারী তাঁহার স্বদেশীয়গণের নিমিত্ত সম্রাটের নিকট হইতে অতি মূল্যবান অধিকারসমূহ লাভ করেন। কাউয়েল সাহেব বলেন, মোগল সম্রট এই অধিকার প্রদান করিয়াছিলেন যে, ইংরেজদিগের পরস্পরের মধ্যে বিবাদের নিষ্পত্তি ইংরেজেরা স্বয়ংই করিতে পারিবেন। ইষ্টইণ্ডিয়া কোম্পানি ১৭শ শতাব্দীর অবসানের পূর্ব্বেই মাদ্রাজে ও কলিকাতায় দুর্গনির্মাণের অনুমতি প্রাপ্ত হন এবং তাহা কার্য্যেও