পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম অধ্যায়
২১৩

প্রতিবৎসর এল্ডারম্যানগণ কর্ত্তৃক নির্বাচিত হইতেন। এল্ডারাম্যানের পদ আজীবনকাল স্থায়ী হইত, কিন্তু গভর্ণর ও কাউন্সিল কোন যুক্তিসঙ্গত হেতুতে যে কোনও এণ্ডারম্যানকে পদচ্যুত করিতে পারিতেন। এই বিচারালয়ের সর্ব্বপ্রকার দেওয়ানী মোকদ্দমার বিচারক্ষমতা ছিল। তদ্ভিন্ন উইলের প্রোবেট বিচার এবং যাহারা উইল না করিয়া মরিত, তাহাদের বিষয়সম্পত্তি পরিচালনের ক্ষমতা পত্র অর্পণ করিবারও ইহার ক্ষমতা ছিল।

 মেয়র ও এল্ডারম্যানগণের পারিশ্রমিক মাসিক ২০।২২৲ টাকা ছিল। রেণি সাহেব বলেন, মেয়র ও এল্ডারম্যানগণ আফিসের নির্দ্দিষ্ট পরিচ্ছদ পরিধান করিতেন। মেয়র একটি মখমলের গদির উপর উপবেশন করিতেন, এবং এল্ডারম্যানগণ গাউনের স্থলে লাল তাফতা ধারণ করিয়া উপস্থিত হইতেন। ফৌজদারী ও দেওয়ানী মোকদ্দমায় কেবলমাত্র ইউরোপীয়দিগের উপরই “মেয়র্স কোর্টের অধিকার ছিল; পরন্তু পক্ষগণের সম্মতিক্রমে দেশীয়দিগের পরস্পরের মধ্যবর্ত্তী মোকদ্দমাও তথায় দায়ের হইতে পাইত। অবশেষে এইরূপ ঘোষিত হয় যে, দেশীয়দিগের মোকদ্দমাগুলি তাহাদের আপনাদের মধ্যেই নিষ্পত্তি হইবে, এবং তাহাদের উপর “মেয়র্স কোর্টের” কোনও ক্ষমতাই থাকিবে না। বুরশিয়ার সাহেব কলিকাতায় “মেয়র্স কোর্ট” নির্ম্মাণ করেন। উহা তৎকালে “কোর্ট হাউস্” নামে পরিচিত এবং ওল্ড কোর্ট হাউস্ ষ্ট্রীট নামক রাস্তায় অবস্থিত ছিল। কোন কোন লেখক উহার কার্য্যবিবরণী প্রসঙ্গে উহার অদ্ভুত বিচারফল ও রায় প্রকাশ করিয়া পাঠকগণকে আমোদিত করিয়া থাকেন। জনৈক লেখক “কলিকাতা রিভিউ পত্রে” পশ্চাল্লিখিত আখ্যায়িকা প্রচার করিয়াছেন;—