পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪৬
কলিকাতার ইতিহাস।

ইউরোপ হইতে যে নূতন সংবাদ আসিত তাহাও উদ্ধৃত হইত। ইহার কাগজ এবং ছাপা অতি কদর্য ছিল।” জেমস অগষ্টস হিকি নামক একজন সাহেব ইহার স্বত্বাধিকারী ছিলেন। বষ্টিড সাহেবের লিখিত বিবরণ পাঠ করিলে স্পষ্ট প্রতীতি হয় যে, উক্ত সংবাদপত্র প্রকাশ করিবার পুর্বে হিকি সাহেবকে বহু ক্লেশ ভোগ করিতে হইয়াছিল। জীবনসংগ্রামে তাঁহাকে নানাপ্রকার ভাগ্যবিপর্যয় অতিক্রম করিতে হইয়াছিল। বষ্টিড, সাহেব আরও বলেন, “প্রথমে যে সকল লেখকের নামের তালিকা বাহির হয়, তাহাদিগকে ধন্যবাদ দিবার সময় স্বত্বাধিকার প্রকাশ করিয়াছেন যে, সংবাদ,পত্ররূপে হিতকর অনুষ্ঠানটিকে তিনি যদি সৌভাগ্যক্রমে সৌষ্ঠবসম্পন্ন করিয়া তুলিতে পারেন, তাহা হইলেই আপনাকে যথেষ্ট পুরস্কৃত জ্ঞান করিবেন, যে হেতু উহা অল্পকাল মধ্যে একটি অমোঘ পিত্তঘ্ন ঔষধরূপে পরিণত হইবে, কারণ তিনি আশা করেন যে, তাঁহার গ্রাহকেরা টিংচার অভ্ বার্ক, ক্যাষ্টর অয়েল বা কলম্বা রুট্ অপেক্ষা উহা হইতে অধিকতর প্রকৃত উপকার লাভ করিবেন।” এই নবজাত সংবাদপত্রের জীবনের প্রথম কয়েক মাস বেশ সুখশান্তিতে কাটিয়াছিল বলিয়া বোধ হয়। ইহা সাধারণতঃ নীরস ও অনেকটা ইতর প্রকৃতির হইলেও মোটের উপর নিরীহভাবেই চলিয়াছিল। প্রধানতঃ প্রধান বাণিজ্যব্যবসায়ী জনগণ হইতে এবং বেসরকারী ইউরোপীয় সমাজ হইতে ইহার নিমিত্ত গ্রাহক সংগ্রহ করা হইত। ইহার সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণ ইউরোপীয় ও ভারতীয়দিগের প্রতিকূলে তুল্যরূপেই চালিত হইত। ওয়ারেন হেষ্টিংস ও স্যার ইলাইজা ইম্পের প্রতি আক্রমণের নিমিত্ত এই সংবাদপত্র বিখ্যাত হইয়া রহিয়াছে ফ্রান্সিস সম্বন্ধে বষ্টিড্