পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় অধ্যায়।
২১

দুর্গাদি নির্ম্মাণদ্বারা সেগুলিকে সুদৃঢ় করিবার নিমিত্ত মোগল সরকারের অনুমতি গ্রহণ করেন। তদনুসারে কলিকাতায় সেই পূর্ব্ব ফোর্ট উইলিয়ম দুর্গ নির্ম্মিত হয়, এবং ১৬৯৯ অব্দে উহার নির্ম্মাণকার্য্য সমাপ্ত হইলে ইংলণ্ডের তদানীন্তন রাজা তৃতীয় উইলিয়মের অনুমতি ক্রমে তাঁহার নামানুসারে উহার নামকরণ করা হয়। প্রায় ইহারই সমকালে ওলন্দাজেরা চুঁচুড়ায় ফোর্ট গষ্টভাস নামক দুর্গ নির্ম্মাণ করেন এবং ফরাসীরাও চন্দ্রনগরে (ফরাসডাঙ্গায়) তাঁহাদের একটি দুর্গ নির্ম্মাণ করেন। নবাবও সূতানুটীতে ইংরেজদিগের স্বত্ব সাব্যস্থ করিয়া দিবার নিমিত্ত একটি “নিসান” প্রেরণ করেন, এবং তাহারই বলে ইংরেজরা সূতানুটীর সন্নিহিত কলিকাতা ও গোবিন্দপুর নামক গ্রামদ্বয় জমা করিয়া লন।

 ইংরেজদিগের বাণিজ্যিক উপনিবেশরূপে কলিকাতার নির্ব্বাচন ব্যাপার সম্বন্ধে গ্ল্যাড উইন সাহেবের “বেঙ্গল” নামক পুস্তকে আর এক প্রকার বিবরণ দেখিতে পাওয়া যায়। তাহার মর্ম্ম এইরূপ:—যৎকালে ইংরেজরা মাধ্যাহ্নিক আহারে (খানায়) বসিয়াছিলেন, সেই দিবা দ্বিপ্রহরে হুগলীস্থিত ইংরেজদেগের কুঠি সহসা সশব্দে নদীগর্ভে বসিয়া যাওয়ায় কয়েকজন লোক মারা গেল, এবং অবশিষ্ট কয়েকজন অতি কষ্টে প্রাণরক্ষা করিল, কিন্তু তাহদের পণ্যদ্রব্য ও অর্থাদি সমস্তই বিনাশ প্রাপ্ত হইল। এই দুর্ঘটনা হেতু গবর্ণর চার্ণক আর একটি স্থান অনুসন্ধান করতে লাগিলেন। তিনি হুগলীর নিকটেই একটি স্থান মনোনীত করিলেন এবং তথায় কুঠি নির্ম্মাণ করিয়া দুর্গাদি দ্বারা তাহা সুদৃঢ় করিতে আরম্ভ করিলেন। কিন্তু দেশীয় বণিকেরা অনুযোগ করিতে লাগিল যে, ইংরেজদিগের অনেকগুলি গৃহ দ্বিতল এবং সেই উচ্চ