পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬০
কলিকাতার ইতিহাস।

 ইণ্ডিয়ান ডেলি নিউস্‌—জেম্‌স্‌ উইল্‌সন্‌ সাহেবের সম্পাদকত্বকালে ইহা বিলক্ষণ প্রতিষ্ঠাসম্পন্ন ও ক্ষমতাশালী হইয়া উঠে। ১৮৬৪ অব্দের ১৮ই আগষ্ট ডেলিনিউস পুরাতন “বেঙ্গল হরকরা” পত্রের সহিত মিলিত হয়। এই পত্রখানি ১৭৯৫ অব্দে প্রথম প্রকাশিত হয়। কাপ্তেন ফেনুইক্‌ যৎকালে ইণ্ডিয়ান ডেলি নিউস্‌ পত্রের প্রধান সম্পাদক ছিলেন, তৎকালে জেমস্‌ উইল্‌সন্‌ সময়ে সময়ে সহকারি-সম্পাদকরূপে কার্য্য করিতেন। উইল্‌সনের সহিত পার্কার নামক একজন সাহেবও ইহার স্বত্বাধিকারী হন। কিন্তু পরে উইল্‌সন্‌ই ইহার একমাত্র স্বত্বাধিকারী হন। প্রথমে ইহার নিজের মুদ্রাযন্ত্র ছিল না। তৎকালে ইহা বেঙ্গল প্রিণ্টিং কোম্পানির যন্ত্রে মুদ্রিত হইত। কিন্তু ক্রমে কাগজের উন্নতি হইলে, ইহার নিজেরই একটি মুদ্রাযন্ত্র হয়। জেমস্‌ উইল্‌সন্‌ যৎকালে এদেশ পরিত্যাগ করেন, সেই সময়ে তিনি একটি লিমিটেড কোম্পানির নিকট কারবারটি বিক্রয় করিয়া যান। ইহার বর্ত্তমান সম্পাদকের নাম জে, সি, উইল্‌সন্‌ এবং ইহার অন্যান্য কার্য্যপরিচালনভার অধুনা একটি লিমিটেড কোম্পানির হস্তে ন্যস্ত।

 শিক্ষিত ভারতবাসীরাও অনেকগুলি প্রতিষ্ঠাসম্পন্ন ইংরেজী সংবাদপত্রের প্রতিষ্ঠা করিয়াছেন। উহাদের মধ্যে সর্ব্বোৎকৃষ্টগুলি ইউরোপীয়দিগের পরিচালিত পত্র অপেক্ষা কেন ক্রমেই নিকৃষ্ট নহে। শ্রীনাথ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, ক্ষেত্রচন্দ্র ঘোষ, হরীশচন্দ্র মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ,রেভারেণ্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণদাস পাল, কাশীপ্রসাদ ঘোষ, রেভারেণ্ড লালবিহারী দে প্রভৃতি বাঙ্গালীরা সংবাদপত্রে