পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় অধ্যায়।
২৩

উল্লিখিত হইয়াছে; আবার ১৭৭৮ খৃষ্টাব্দের দলিলপত্রে “কলিকাতার অন্তর্গত সূতানুটী প্রভৃতি গ্রামসমূহ” এইরূপ উল্লেখও দেখিতে পাওয়া যায়। আজি কালি গোবিন্দপুর এবং সূতানটীর নাম আর শুনিতে পাওয়া যায় না। “আর্ম্মানীদিগের ইতিহাস” নামক এক খানি সুন্দর ক্ষুদ্র পুস্তিকায় লিখিত আছে যে, খোজা সরহিড ইজরেল নামক একজন আর্ম্মানী সম্রাট্‌ ঔরঙ্গজেবের পৌত্র ও বাঙ্গালার সুবাদার কুমার আজিম ওশমানের নিকট এই তিনখানি গ্রামের পুর্ব্বাধিকারীদিগের নিকট হইতে উহা ক্রয় করিবার অনুমতি লাভ করিবার নিমিত্ত প্রভূত শ্রম স্বীকার করিয়াছিলেন। ইতিপূর্ব্বে বিদ্রোহী পাঠান সর্দ্দার রহিম খাঁকে দর্শন করিবার নিমিত্ত সম্রাট ঔরঙ্গজেব যৎকালে তাঁহার সুপ্রসিদ্ধ নির্ভীক সেনাপতি জবরদস্ত খাঁকে প্রেরণ করেন, সেই সময়ে উক্ত আর্ম্মানী ইংরেজদিগের পলিটিকাল এজেণ্ট (রাজনৈতিক প্রতিনিধি) রূপে জবরদস্ত খাঁর সভায় উপস্থিত হইয়া ইংরেজদিগের সপক্ষে এই গ্রামগুলি লাভ করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তৎকালে কৃতকার্য হইতে পারেন নাই। সুবিখ্যাত ঐতিহাসিক মালিসন বলেন, ষ্টানলি নামক একজন সাহেব পূর্ব্বোক্ত গ্রাম তিনখানি এবং ভাগীরথীর উভয় পার্শ্বস্থ ও তৎসন্নিহিত অন্যান্য ভূমি প্রাপ্ত হইবার নিমিত্ত সুবাদারের রাজসভায় ইংরেঙ্গপক্ষের প্রতিনিধিরূপে প্রেরিত হইয়াছিলেন। পরন্তু তাঁহার আবেদনে ঈপ্সিত ফললাভ হইয়াছিল কিনা সন্দেহ। প্রত্যুত গ্যাব্রিয়েল হ্যামিলটন নামক জনৈক স্কটলণ্ডবাসী ডাক্তারের নিকট ইংরেজেরা এ বিষয়ের নিমিত্ত প্রভূতপরিমাণে ঋণী। এই ডাক্তার সাহেবের বিশিষ্টরূপ আনুকূল্যে ইংরাজেরা কেবল যে পূর্ব্বোক্ত গ্রামত্রয় প্রাপ্ত হইয়াছিলেন এমন নহে, প্রত্যুত তাঁহারই