পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯৪
কলিকাতার ইতিহাস।

ত্মক সামাজিক না “হুতুম প্যাঁচা” গ্রন্থে তিনি তদানীন্তন সমাজের ভাল মন্দ সকল ভাবই বিশদরূপে যথাযথভাবে অতি নিপুণতার সহিত চিত্রিত করিয়াছেন। ঐ শ্রেণীর গ্রন্থের মধ্যে উহাই সর্বোৎকষ্ট, —উহা অপেক্ষা উৎকৃষ্ট পুস্তক এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। হয় তো এমন দিন আসিলেও আসিতে পারে, যখন লোকে হুতুম প্যাঁচা পড়িবে না, কিন্তু এমন দিন কখনই আসিবে না, যখন হুতুম প্যাঁচা পড়িয়া লোকে আনন্দ ও উপকার লাভ না করিবে। কালীপ্রসন্ন দেওয়ান শান্তিরাম সিংহের বংশধর ও জয়কৃষ্ণ সিংহের পৌত্র। এই জয়কৃষ্ণ প্রাচীন হিন্দু কলেজের সংস্থাপন ব্যাপারে লিপ্ত ছিলেন। কালীপ্রসন্ন ব্যবসায়ে জমিদার ও জাতিতে কাষ ছিলেন। তাঁহার বংশধরের। অদ্যাপি জীবিত আছেন।

 ৺মধুসূদন দত্ত বাঙ্গালা গদ্য-ক্ষেত্রে তে কাজ করিয়া গিয়াছেন, সত্য সত্যই তাহার তুলনা নাই। শ্রীযুক্ত রমেশচন্দ্র দত্ত লিখিয়াছেন;—“মেঘনাদ বধ” অতি উচ্চশ্রেণীর বীররসাত্মক কাব্য; সমস্ত বাঙ্গালা সাহিত্যরাজ্য তন্ন তন্ন করিয়া অন্বেষণ করিলেও ইহার তুল্য উচ্চতাবিশিষ্ট রচনা আর দেখিতে পাওয়া যাবে না।যাঁহারা উচ্চভাব অনুভব হৃদয়ঙ্গম করিতে সমর্থ, তাঁহারা মেঘনাদ বধ পাঠ করিলে যেরূপ ভক্তিবিমিশ্র ভয়ের ভাবে বিভোর হইবেন, বঙ্গীয় অন্য কোন কবির কাব্য পাঠে সেরূপ হইবার সম্ভাবনা নাই; অপিচ তাঁহারা মধুসূদনকে অতি উচ্চশ্রেণীর প্রতিভাসম্পন্ন কবি বলিয়া স্বীকার করিবেন, এবং সর্বশ্রেষ্ঠ মহাকবি ব্যাস, বাল্মীকি বা কালিদাস, অথবা হোমার, ড্যাণ্টি বা সেক্সপিয়রের অব্যবহিত নিম্নাসনে স্থান দিবেন। যশোহর জেলায় ১২২৮ অকে মধুসূদনের জন্ম হয়। ষোড়শবর্ষ বয়ঃক্রম কালে তিনি খৃষ্টধর্ম গ্রহণ করেন