পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
৩০৫
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 সমাচার-শুভরাজেন্দ্র  দুর্লভচন্দ্র চট্টোপাধ্যায়
 শাস্ত্রপ্রকাশ  ১ বৎসর  লক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার
 বিজ্ঞান সেবাধীশ  গঙ্গাচরণ সেন
 জ্ঞান-সিন্ধু তরঙ্গ  রসিককৃষ্ণ মল্লিক
 জ্ঞানোদয়  রামচন্দ্র মিত্র
 পাশাবলী  রামচন্দ্র মিত্র
 সংবাদ-রত্নাবলী  ১৮৩২  মহেশচন্দ্র পাল
 সংবাদ-সারসংগ্রহ  বেণীমাধব দে
 সংবাদ-পূর্ণচন্দ্রোদয়  ১৮৩৫  ২ বৎসর  হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়  
 সংবাদ-সুধাসিন্ধু  ১৮৩৭  ১,,  কালীশঙ্কর দত্ত  ॥৹
 সংবাদ-দিবাকর  ১৮৩৭  ৬ মাস  গঙ্গানারায়ণ বসু  ॥৹
 সংবাদ-গুণাকর  ১৮৩৭  ৬,,  গিরিশচন্দ্র বসু  ॥৹
 সংবাদ-সৌদামিনী  ২ বৎসর  কালাচাঁদ দত্ত
 সংবাদ-মৃত্যুঞ্জয়  পার্ব্বতীচরণ দাস
 সংবাদ-ভাস্কর  শ্রীনাথ রায়