পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১০
কলিকাতার ইতিহাস।
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 সংবাদ-নিশাকর  নীলকমল দাস
 ধর্ম্মাধর্ম্মপ্রকাশিকা
 ভক্তিসূচক  রামনিধি দাস
 দূরবীক্ষণিকা
 জ্ঞানোদয়  চন্দ্রশেখর মুখোপাধ্যায়   ৷৹
 জ্ঞানদর্শন  শ্রীপতি মুখোপাধ্যায়
 কাশীবার্ত্তাপ্রকাশিকা  কাশীদাস মিত্র  ॥৹
 মেদিনীপুর ও হিজিলি গার্জ্জিয়ান  ১৮৫২  ২ বৎসর  এইচ্,ভি, বেলি
 বিবিধার্থ সংগ্রহ  ১৮৫২  ৪ “  রাজেন্দ্রলাল মিত্র  ৶৹
 জানারুণোদয়  কেশবচন্দ্র কর্ম্মকার   ৷৹
 সুলভ পত্রিকা  ১৮৫৩  তারানাথ দত্ত  ৵৹
 সুধাবর্দ্ধন  ১৮৫৪  
 বঙ্গ বার্ত্তাবহ  ১৮৫৪   ৷৹
 সর্ব্বশুভকরী  ১৮৫৪   ৷৹