পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশম অধ্যায়।
৩১৩

জলার ভিতর সেইরূপ খাল পরিখা খনন করিয়াছিল,—তাহার ফল হইল মহামারী, জ্বর; সুতরাং যবদ্বীপের ওলন্দাজেরা তদ্দেশীয়দিগের তরবারির আঘাতে যত না হত হইল, ঐ সময় খাল জন্য তদপেক্ষা অধিক মারা গেল। দেখা যায়, ১৭৮০ অব্দে কলিকাতায় অনেকগুলি আকস্মিক মৃত্যু ঘটায় তত্রত্য লোকদিগকে এইরূপ সতর্ক করিয়া দেওয়া হইয়াছিল; ভদ্রলোকেরা সাবধান হইবেন, যেন প্রখর গ্রীষ্মের সময়ে (জুন মাসে) যথেচ্ছভাবে অত্যধিক ভোজন না করেন, একখানা ইণ্ডিয়াম্যানের (জাহাজের) ডাক্তার আকণ্ঠ গোমাংস ভোজন করিয়া রাস্তায় পড়িয়া মারা গিয়াছেন; তখন তাপমানযন্ত্র ৯৮ ডিগ্রিতে উঠিয়াছিল।”

 এতদ্দেশের ইউরোপীয় সমাজের আদিম অবস্থা সম্বন্ধে কয়েকজন সাহেব লিখিয়াছেন যে, তৎকালে সাহেবসমাজে নীতিজ্ঞান অতি অল্পই দৃষ্ট হইত। ১৭৮০ অব্দে হিকি সাহেবের গেজেটে পশ্চাদুদ্ধৃত বিদ্রুপাত্মক প্রশ্নোত্তরটি প্রকাশিত হইয়াছিল।

 প্র। বাণিজ্য কি?

 উ। জুয়া খেলা।

 প্র। সর্ব্বোৎকৃষ্ট গুণ কি?

 উ। ধন।

 প্র। স্বদেশ-প্রেম কি?

 উ। আত্ম-প্রেম।

 প্র। প্রতারণা কি?

 উ। ধরা পড়া।

 প্র। সৌন্দর্য্য কি?

 উ। রঙ।