পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১৪
কলিকাতার ইতিহাস।

 প্র। সময় সম্বন্ধীয় নিয়মপালন কি?

 উ। দ্বন্দ্বযুদ্ধ বা অভিসারের অঙ্গীকার যথাসময়ে পালন।

 প্র। ভদ্রতা কি?

 উ। অমিতব্যয়িতা।

 প্র। সরকারী টেক্স কি?

 উ। গুন্-পালান।

 প্র। জনসাধারণ কে?

 উ। কেহই নয়।


 ভারতবর্ষে ইউরোপীয়দিগের বিবাহ সম্বন্ধে কলিকাতা রিভিউ পত্রে জনৈক লেখক লিখিয়াছেন;—“যৎকালে এডিনবরা নগরী ভারতীয় বাণিজ্য-বিপণীর মাংসের হাট বলিয়া অভিহিত হইত, সে সময়ে বিবাহের কথাটা প্রাচীন কলিকাতায় একটা গুরুতর ব্যাপার ছিল। লণ্ডন হইতেও অনেক রমণী-পণ্য আসিত। গ্র্যাণ্ড গ্রে লিখিয়াছেন;—“সাধারণে ভারতবর্ষে বিবাহকার্য্য সম্পন্ন করিবার অনুরাগী, ইহা জানিয়া সর্ব্বপ্রকার বাণিজ্যব্যবসায়ে প্রবৃত্তিপ্রবণ ইংরেজজাতি প্রতি বৎসর জাহাজ ভরিয়া মধ্যম রকমের সুন্দরী রমণদিগকে তথায় প্রেরণ করে এবং তাহারা ভারতে উপস্থিত হইবার পর ছয় মাস অতীত হইতে না হইতে পতি-রত্ন লাভ করে। যে সকল সাহেব এ দেশের মাতৃপিতৃহীনা বা অসহায়া রমণীদিগকে মনোনীত না করায় আপনাদের অপরিণীত অবস্থায় বিরক্ত হইয়া পড়ে, এবং কবে আহাজ আসিবে বলিয়া হাঁ করিয়া তাকাইয়া থাকে, তাহারাই অধীরভাবে এই সমস্ত পণ্যের প্রতীক্ষা করে। অন্যান্য স্থানের ন্যায় তাহারা ঐ পণ্য-দল হইতে আপনাদের মনোমত মাল