পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দশম অধ্যায়।
৩১৯

ইয়া লাফাইয়া ছুটিতে থাকে, তারারা প্রভুর কিছুমাত্র অসুবিধা না জন্মাইয়া মধ্যে মধ্যে কাঁধ বদল করে। প্রভুর যদি বন্ধু-বান্ধবগণের সহিত দেখা-সাক্ষাৎ করিবার প্রয়োজন থাকে, তাহা হইলে চাপরাসীরা অগ্রগামী হইয়া বেহারদিগকে পথ প্রদর্শন করে; আর যদি আফিসে কাজ থাকায় তাঁহার উপস্থিতিমাত্র আবশ্যক হয়, তাহা হইলে তিনি তথায় দর্শন দেন এবং বেলা ২টা পর্যন্ত কাজকর্ম্ম করেন। অতঃপর প্রভু, সদলবলে যথেচ্ছ পরিচ্ছদে উপাদেয় মাধ্যাহ্নিক আহারে বসিয়া যান,—পরিচর্য্যার জন্য প্রত্যেকেরই স্ব স্ব ভৃত্য উপস্থিত থাকে। ইহার পর, মহিলাদিগের উপস্থিতি স্বত্বেও, মদ্যসহ গেলাস আসিয়া উপস্থিত হইবামাত্র হুঁকাবরদারের প্রত্যেকে এক একটি হুঁকা লইয়া প্রবেশ করে এবং স্ব স্ব প্রভুর হস্তে নল প্রদান করিয়া পশ্চাদ্ভাগে দাঁড়াইয়া থাকে ও আগুনে ফুঁ দিতে থাকে। বন্ধুবান্ধবেরা অপর নৈশভোজনে ফিরিয়া আসিবেন এইরূপ আশা থাকায়, তাঁহার শিষ্টাচারবর্জিত হইয়া অপহৃত হইতে থাকেন ও নিজ নিজ পাল্কীতে প্রবেশ করেন। সুতরাং কয়েক মিনিটের মধ্যে প্রভু শয়ন-মন্দিরে যাইবার অবসর প্রাপ্ত হন। তথায় প্রবেশ করিবামাত্র তাঁহার শার্ট পর্যন্ত সমস্ত পরিচ্ছদই খুলিয়া লওয়া হয় ও লম্বা ঢিলা পাজামা পরাইয়া দেওয়া হয়। তখন তিনি শয্যায় শয়ন করেন ও রাত্রি, ৭টা ৮টা পর্যন্ত নিদ্রা যান। তৎপরে পূর্ব্বকথিত অনুষ্ঠানগুলি পুনরনুষ্ঠিত হয় এবং প্রাতঃকালের ন্যায় সর্ব্ব প্রকার পরিস্কৃত পরিচ্ছদ পরাইয়া দেওয়া হয়। এই সময়ে হুঁকাবরদার আসিয়া নলটি তাঁহার হাতে দেয়। তিনি চা খাইবার টেবিলে উপবিষ্ট হন, ওদিকে কেশ-সংস্কারক আসিয়া আপনার কর্তব্য করিতে থাকে। চা খাইবার পর তিনি