পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বি, সু এণ্ড কোম্পানী

বিজয়া বটিকা এবং কুইনাইন।

 কুইনাইন সেবনে যে জ্বর যায় না, বিজয়া বটিকায় সহজেই তাহা আরাম হয়। দশ পনর দিন অন্তর পুনঃপুনঃ জ্বর রোগে যিনি কষ্ট পাইতেছেন, বিজয়া বটিকা তাঁহার জ্বররোগে ব্রহ্মাস্ত্র-স্বরূপ।

 বিজয়া বটিকার নিকট কুইনাইন চির পরাজিত। বিজয়া বটিকার প্রাদুর্ভাবে অনেক গ্রামে ও নগরে কুইনাইনের প্রভুত্ব কমিয়া আসিতেছে। বিজয়া বটিকার এই গুণে অনেকেই মোহিত।


বিজয়া বটিকা

কোন্ কোন্ রোগে বিশেষ কার্যকরী?

 (১) মাথাধরা; (২) অক্ষুধা; (৩) গা-হাত-পা কামড়ানি; (৪) বৈকালে চক্ষুজালা; (৫) মাথাঘোরা; (৬) সর্দ্দিকাসি; (৭) গা ভার-ভার; (৮) ধাতুদৌর্বল্য; (৯) দান্ত অপরিষ্কার; (১০) লাবণ্যহীনতা; (১১) দুঃস্বপ্নাদি; (১২) পিঠে কোমরে বেদনা; (১৩) বুক-ভার; (১৪) আবিল্য।

 ইহা ব্যতীত,—সরকম জ্বর, প্লীহা-যকৃৎকাসিযুক্ত জ্বর, শোথ, পালাজ্বর, অমাবস্যা পূর্ণিমার জ্বর,