এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
৭৯ নং হারিসন রোড, কলিকতা
আসামের কালাজ্বর, বঙ্গের ম্যালেরিয়াজ্বর, ইন্ফুলুয়েঞ্জা জুর, কম্পজ্বর, দ্বৌকালীনজ্বর, মেহঘটিতজ্বর, মজ্জাগত জ্বর, ঘুষঘুষে জ্বর,—ইত্যাদি যত প্রকার জ্বর আছে, তৎসমস্তই বিজয়া বটিকা দ্বারা আরোগ্য হইয়া থাকে। এরূপ ফলপ্রদ ঔষধ, একাধারে এত গুণবিশিষ্ট ঔষধ,—এদেশে এ পর্য্যন্ত আবিষ্কৃত হয় নাই। সেবন করুন, সঙ্গে সঙ্গে শুভ ফল পাইবেন।
মূল্যাদি। বটিকার সংখ্যা মূল্য ডাঃমাঃ প্যাকিং ১নং কৌটা ১৮॥ ২নং কোটা ৩৬ ৩নং কৌটা ৫২॥ বিশেষ বৃহৎ—গার্হস্থ্য কৌটা অর্থাৎ ৪নং কৌটা ১৪৪ বিজয়া বটিকা কোথায় প্রাপ্তব্য?
কলিকাতা ৭৯ নং হারিসন রোড পটলডাঙ্গা, বিজয় বটিকা কার্য্যালয়ে, বি, বসু এণ্ড কোংর নিকট প্রাপ্তব্য।