পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভূমিকা।

 শ্রীযুক্ত রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুর ইংরেজী ভাষায় “the Early History and growth of Calcutta:” নামক যে পুস্তক লিখিয়া প্রচার করছেন, ভারতে ও বিলাতে সর্বত্রই তাহার যথোচিত সমাদর হইয়াছে উক্ত গ্রন্থ এরূপ হল উপাদেয় ও অবশ্য জ্ঞাতব্য বিষয়সমূহে পরিপূর্ণ যে, আমি উহা পাঠ করিয়া মুগ্ধ হইয়া পড়ি, এবং সঙ্গে সঙ্গে আমার মনে এই ভাবের উদয় হয় যে, এরূপ গ্রন্থ বঙ্গভাষায় অনূদিত হইয়া বঙ্গের প্রতিগৃহে প্রচারিত হওয়া উচিত। আমার এই অভিপ্রায়ের কথা আমার পথ শ্রদ্ধের সুহৃদ্বর শ্রীযুক্ত রায় বাহাদুরাজেন্দ্রচন্দ্র শাস্ত্রী মহোদয়কে জ্ঞাপন করায় তিনিও উহা অনুমোদন করেন। তখন রাজা বাহাদুরের নিকট অনুবাদ করিবার অনুমতি প্রার্থনা করা হয়। রাজা বাহাদুর অতীব সন্তুষ্টচিত্তে আমার প্রতি উক্ত কার্য্যের ভার অর্পণ করেন। তদনুসারে উক্ত গ্রন্থ বাঙ্গলায় অনুদিত হইয়া প্রথমত সাহিত্যসম্ভার মুখপত্র “সাহিত্য-সংহিতা"য় ধারাবাহিকরূপে মাসিক খণ্ডশ প্রকাশিত হয়।

 অনন্তর আমি ইহা পুস্তকাকারে করিবার উদ্যোগ করছে, এমন সময়ে “বঙ্গবাসী"র স্বত্বাধিকারী শ্রীযুক্ত বিলাস ও মহাশয় এই গ্রন্থ “বঙ্গবাসী” পাঠকবর্গকে উপহার স্বরূপে প্রদান করিবার অভিপ্রায় করিয়া আমার অনুমতি প্রার্থনা করা আমি অকুণ্ঠিতচিত্তে তদীয় প্রস্তাবে সম্মত হইয়া অনুমতি প্রদান করিলাম। বঙ্গের গৃহে গৃহে এই এদের বহুল প্রচার হয়, ইহাই আমার আইরিক কামনা। ইহা “বঙ্গবাসী” উপহার স্বরূপে প্রদত্ত হইলে,