পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ অধ্যায়।
৫৫

র্জ্জন অধিক হইত; সে সময়ে কোন কোন বৎসর ইউরোপীয় অধিবাসিবর্গের তিন চতুর্থাংশ কালগ্রাসে পতিত হইত এবং এক চতুর্থাংশ মাত্র বাঁচিয়া থাকিত। তৎকালে উত্তরজীবীরা কোনও প্রকারে প্রাণরক্ষা করিতে পারিয়াছে বলিয়া পরস্পরের মধ্যে আনন্দ প্রকাশ করিবার অভিপ্রায়ে প্রতি বৎসর ১৫ই অক্টোবর তারিখে এক সুবৃহৎ ভোজ্যোৎসবের অনুষ্ঠান করিত। হ্যামিল্টন বলেন, ১৭০০ অব্দে কলিকাতায় ১২০০ ইংরেজ ছিল, কিন্তু পরবর্তী জানুয়ারী মাসে ৪৬০ জনকে গোর দেওয়া হয়। ম্যালেরিয়া ও আমাশয় তৎকালে অত্যন্ত প্রবল ছিল, এবং 'পাকা জ্বর’ নামক এক প্রকার জ্বররোগে কয়েক ঘণ্টার মধ্যে রোগীর শমনভবনে গমন করিত। বিবি কিণ্ডলে এ সম্বন্ধে বলিয়াছেন—“এই রোগে কলিকাতার অধিকাংশ রোগীকে কয়েক ঘণ্টার মধ্যে যমালয়ে লইয়া যায়—ডাক্তারেরা অনুমান করেন, গলিত অবস্থার চরমে ইহা অবশ্যম্ভাবী।

 কলিকাতা রিভিউ নামক সাময়িক পত্রে জনৈক লেখক লিখিয়াছেন;—“কলিকাতায় যে জ্বরের প্রাবল্য ছিল, তাহাতে বিস্ময়ের বিষয় কিছুই নাই। লোকে নিম্নতলে শয়ন করিত; গৃহের ছাদ উন্নত কর হইলেও এবং তাহাতে সিড়ি লাগান হইলেও অতি অল্পসংখ্যক গৃহেরই উপরিতল ছিল। ক্ষৌরকার আখ্যায় অভিহিত ইতর শ্রেণীর ইউরোপীয়দিগের মধ্যে একটা রাগ সাধারণতঃ প্রবল ছিল; উহা এক প্রকার পক্ষাঘাত; সুরাপানজনিত ‘মত্ততা' ও উত্তেজনার পর অঙ্গ স্থলবায়ু লাগানতে ইহা উৎপন্ন হইত। যকৃতের স্ফোটক অতি মারাত্মক হইত; কাউণ্ড লালির বিরুদ্ধে অন্য: দোষারোপের মধ্যে একটি দোষারোপ এই যে, স্ফোটক জন্মিবার