পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ অধ্যায়।
৫৯

খাইতে বলা হইত। দেশীয় চিকিৎসকেরা গরম ও ঠাণ্ডা রোগের নিমিত্ত গরম ও ঠাণ্ডা ঔষধ-মন্ত্র ও কবচ ব্যবহার করিত; আবার ডাক্তার লিণ্ড বলেন যে, পর্ত্তুগীজ ডাক্তারের সর্বশ্রেষ্ঠ প্রতীকাররূপে রোগীর দেহের সমস্ত ইউরোপীয় শোণিতকে দেশীয় পরিবর্তনের ব্যবস্থা করিত। এই কার্য্য কি প্রকারে সংসাধন করিবার চেষ্টা করিত, শুনিবেন? তাহারা রোগীর শরীরের শিরা ছেদন করিয়া রক্ত বাহির করিয়া ফেলিত এবং যতক্ষণ না তাহাদের বিশ্বাস হইত যে, সমস্ত রক্ত বহির্গত হইয়া গিয়াছে, ততক্ষণ পুনঃ পুনঃ শিরাব্যবচ্ছেদ করতে থাকিত। তৎপরে তাহারা রোগীকে নিরবচ্ছিন্ন এতদ্দেশোৎপন্ন দ্রব্য খাইতে দিত, কারণ তাহারা মনে করি যে, এই উপায়ে রোগীর দেহে পূর্ব্ব শোণিতের পরিবর্তে ভারতীয় শোণিতের সঞ্চার হইবে, এবং তাহা হইলে ঐ রোগী পুর্ব্বে যে সকল রোগ ভোগ করিয়াছে, সে সকল ব্যাধি আর তাহাকে আক্রমণ করিতে পারিবে না। ডাক্তার বেগ বলেন, অবরোগে রক্তমোক্ষণ চিকিৎসাই সচরাচর অবলম্বিত হইত। ১৭৯৩ খৃষ্টাকে ডাক্তার লেস্কার্ট চীনাবাজারের ৩৭ নং বাটীতে স্নানাগার স্থাপন করিয়া প্রত্যেক ব্যক্তির স্নানের মূল্য এক টাকা নির্ধারিত করিয়া দিয়াছিলেন; কিন্তু ঐ ব্যবসায়ে তাঁহার লাভ হয় নাই। ইংরেজের। যদি খাদ্য, পানীয়, পরিচ্ছদ প্রভৃতি বিষয়ে গ্রীষ্মপ্রধান দেশের উপযোগী জীবনযাত্রা নির্বাহের প্রণালী অবলম্বন করিয়া চলিতেন, তাহা হইলে অনেক রোগের আক্রমণ হইতে যে মুক্ত থাকিতে পারিতেন, তাহাতে সন্দেহ নাই। ইংরেজ-সমাজে দেশাচাররূপ রাক্ষসের প্রভুত্ব যেরূপ বদ্ধমূল, বোধ হয় আর কোনও