পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ অধ্যায়।
৭১

সাধিত হইয়াছে, তন্মধ্যে এইগুলি সবিশেষ উল্লেখযোেগ্য, যথা— নর্দ্দামা ও পয়ঃপ্রণালীসমূহের সংস্কার, রাস্তাগুলিতে গ্যাস ও তাড়িতালোক প্রদান, বস্তিজমির উন্নতিবিধান, ময়লা ও জঞ্জাল আবর্জনার দূরীকরণ, এবং বর্তমান কলের জলের ব্যবস্থা। নগরের মিউনিসিপাল-শাসনের ইতিহাস সবিশেষ কৌতুকাহ। দুর্ভাগ্য- বশতঃ আমাদের এরূপ স্থান নাই যে, আমরা তাহা সবিস্তারে বর্ণন করিতে পারি; সুতরাং সক্ষেপে তাহার উল্লেখ করিয়াই আমাদিগকে সন্তুষ্ট হইতে হইবে। জব চার্ণকের সময়ে ইংরেজ বণিকগণ যৎকালে কলিকাতায় বসতি স্থাপন করিতে আরম্ভ করেন, সেই সময় হইতেই তাঁহারা ইহার স্বাস্থ্যোন্নতির জন্য সবিশেষ উদ্যোগী হন। এই অস্বাস্থ্যকর স্থানকে বসবাসযোগ্য করিবার নিমিত্ত তাঁহারা প্রভূত প্রয়াস পাইয়াছিলেন। জমিসকল পুনঃ পুনঃ জরিপ করিয়া নক্সা ও ম্যাপ প্রস্তুত করা হইতে লাগিল। রাস্তাসকল নির্মিত হইতে লাগিল; জঙ্গল দূরীকৃত হইতে লাগিল, স্থলভাগকে সমতল করিবার উপায় অবলম্বিত হইতে লাগিল; এবং অন্যান্য প্রকারে স্বাস্থ্যসম্পর্কীয় ও গৃহসম্বন্ধীয় সংস্কারসাধনের উপায় সকল স্থিরীকৃত হইয়া কার্য আৰূ হইল। উপনিবেশটিকে মনোজ্ঞ ও স্বাস্থ্যকর করিবার নিমিত্ত তৎকালে ব্যক্তিগত চেষ্টার বিলক্ষণ প্রয়োজনীয়তা ও কার্যকারিতা ছিল। বস্তুতঃ বাণিজ্য ও লোকহিতৈষণাই স্বাস্থ্যসংক্রান্ত ও গৃহসম্পকীয় সংস্কারসাধনের পথপ্রদর্শক হইয়াছিল, এবং গবর্ণমেণ্ট সাক্ষাৎসম্বন্ধে দায়িত্ব ও কর্তৃত্বভার গ্রহণ করিলেও তাহার পর দীর্ঘকাল যাবৎ ব্যক্তিগত চেষ্টায় এ বিষয়ে অনেক কাজ হইয়াছিল।

 বর্ত্তমান কলিকাতার সূত্রপাত ১৭৫৭ অব্দে। পলাশীর যুদ্ধের