পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
কলিকাতার ইতিহাস।

 ইংরেজ নাগরিকের তাবৎ অধিকার উপভোগ করিতেন, এবং তাহাদের মধ্যে ধনাঢ্য ও প্রভাবসম্পন্ন হইয়া মর্যাদাশালী হইয়া উঠিয়াছিলেন।”

 এই উৎসা শীল উদ্যগী জাতি খ্রীষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ- ভাঙ্গে ভারতবর্ষ আক্রমণ করেন। মোগল-রাজ ভার ঐশ্বর্যা- ড়ম্বরশনে প্রলুব্ধ হইয়া এ দেশের ঐশ্বর্যের অংশভাগী হইবার আশায় কতকগুলি নব নুরাগসম্পন্ন আর্ম্মানী স্বদেশ হইতে এতদ্দেশে আসিয়া উপস্থিত হন যৎকালে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ১৬০১ খৃষ্টব্দে ভারতবর্ষে পদার্পণ করেন, তৎকালে আৰ্মানীদিগের বাণিজ্য খুব বিস্তৃতভাবে চলিতেছিল। ইংরেজরা ১৬১২ অব্দের জানুয়ারী মাসে সম্রাট জাহঙ্গীরের নিকট সনদ প্রাপ্ত হইলে আৰ্মানীরা তাঁহাদের পরম সুহদ ও সহায় হইলেন। পাদরি লঙ সাহেব অর্ম্মাদিগের সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন;— “আর্ম্মনীদিগের মধ্যে কেহ কেহ পারস্য উপসাগর দিয়া ভারত- বর্ষে আসিলেন; আবার কেহ কেহ খোরাসান, কান্দাহার ও কাবুল হইয়া দিল্লীতে উপস্থিত হইলেন। বৈদেশিকদিগের মধ্যে তাহারাই প্রথম বসতি স্থাপন করেন, এবং ক্রমে ক্রমে গুজ- রাট ও সুরাট হইতে বারাণসী ও বিহারে আগমন করেন। ১৬২৫ অব্দে ওলন্দাজের চুচুড়ায় উপনিবেশ স্থাপন করিলে পর আম্মানীরা তথায় বসবাস করতে আরম্ভ করেন। পরে ১৬৯০ অব্দে কলিকাতা স্থাপিত হইলে এবং গভর্ণর চর্ণক তথায় বাস করিবার নিমিত্ত আহ্বান করিলে অর্ম্মনীর পর্তুগীজদিগের ন্যায় সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ক্রমে ক্রমে সমৃদ্ধিশালী হইয়া উঠেন; সেই জন্যই ১৭৫৭ অব্দে তারা ক্ষতিপূরণস্বরূপ সাত লক্ষ