পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অধ্যায়।
৭৯

ডা-গামা কয়েকখানি জাহাজ লইয়া পুনর্বার প্রাচ্য ভূখণ্ডে আগমন করেন, এবং যে সকল রাজ্য ও জাতি প্রথম বারে উঁহার প্রতি সৌহৃদ্য ও অনুকূলভাব প্রদর্শন করিয়াছিল, তাহাদের মধ্যে কত গুলির সহিত তিনি যুদ্ধ করেন। অবশেষে ১৫০৫ অব্দে নৌসেনাধ্যক্ষ ফ্রানসিস্কো ডি আলডামা অনেক গুলি রণপোত ও বহুসংখ্যক সৈন্যসহ প্রেরিত হন। তিনি ভারতে প্রথম পর্তুগীজ গভর্ণর ও রাজপ্রতিনিধি বলিয়া পরিচিত।

 তাঁহার পর সুপ্রসিদ্ধ আবুকার্ক ১৫০৯ অব্দে পর্ত্তুগীজদিগের গভর্ণর হন। এই ব্যক্তি প্রকৃত খৃষ্টানের ন্যায় দেশীয়দিগের প্রতি সৌজন্য প্রকাশ ও সদয় ব্যবহার করিয়া তাহাদের এতদূর বিশ্বাস ও অনুরাগভাজন হইয়াছিলেন যে, তাহারা মুসলমানদিগের অপেক্ষা পর্তুগীজদিগের শাসনাধীনে বাস করা শ্রেয়স্কর জ্ঞান করিতে, লাগিল। পাদরি লঙ, সাহেব বলেন, ১৫০০ অব্দে পোর্ত্তুগিজদের গৌড়েশ্বরের অধীনে বেতন-ভাগী বৈদেশিকরূপে বঙ্গদেশে প্রথম উপস্থিত হয়, এবং তৎপরে দেশীয় রাজন্যবর্গের এক প্রকার শরীর-রক্ষা সৈন্যরূপে কার্য্য করিতে থাকে। কিন্তু চিরদিন কাহাও সমান যায় না। স্পেনায়ীরা ক্রমে মাথা তুলিয়া উঠায় পর্তুগীজদিগের পতনের সুত্রপাত হইল। ১৫৩০ অব্দে স্পেনপতি দ্বিতীঃ ফিলিপ পর্ত্তুগালের, রাজমুকুট প্রাপ্ত হলেন এবং তদবধি পর্তুগালের স্বার্থ স্পেনের স্বার্থের অধীন হইয়া পড়িল। ইতোমধ্যে। ওলন্দাজ ও ইংরেজজাতি প্রাচ্য ভূখণ্ডে আসিয়া দর্শন দিলেন। অতঃপঃ ১৬৪০ অব্দ পর্তুগাল স্পেন হইতে বিচ্ছিন্ন হইল বটে, কিন্তু উহা আর পুর্ব্বের ন্যায় মাখা তুলিতে পারে নাই। সার, উইলিয়ম হণ্টার বলেন, ১৫০০ হইতে ১৬০০ অব্দ পর্যন্ত ঠিক এক