পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
কলিকাতার ইতিহাস।

তাহার মৃত্যুর দিবস ঐ স্থানে একটি করিয়া মুরগী জবাই করিতেন।”[১]

 ১৭৪২ হইতে ১৭৫২ অব্দ পর্যন্ত এই কয়েক বৎসরে নগরে দেয়দিগের বাড়ীর সংখ্যা অতি দ্রুতগতিতে বাড়িয়া উঠিয়াছিল। বাড়ীগুলি কাঁচা পাকা দুই প্রকারই ছিল বটে, কিন্তু তাহাদের অধিকাংশই কাঁচা, এবং সেগুলি ইউরাপীয় সহরের বহির্ভাগে অথচ মার্হ-টা-খাতের অন্তর্ভাগে নির্ম্মিত হইছিল। ইহাই ঐ কয়েক বৎসরের নগরে প্রান উন্নতি। ১৭৫৬ অব্দের মাপে তাহা অপেক্ষা অধিক উন্নতি দেখিতে পাওয়া যায়। অনেকগুলি জঙ্গল পরিষ্কৃত হইয়াছে; বেরিনস পয়েণ্ট হইতে লালবাজার রোড পর্যন্ত সমস্ত সরে ইষ্টকালয়ের চিহ্ন অঙ্কিত, এবং ১০৪২ অব্দের মানচিত্রে যেস্থান জঙ্গলময় ছিল, সেখানে এখন লোকালয়ের চিহ্ন অঙ্কিত। আরও দেখা যায় যে, পুষ্পোদ্যান ও ফলোদ্যান নির্মাণের উপযুক্ত জমিসকল চিহ্নিত এবং জল বহুপরিমাণে বিলুপ্ত হইয়াছে। আবার ১৭৪২ অব্দের মানচিত্রে কেবল ১৬টি বড় বড় রাস্তা দেখিতে পাওয়া যায় কিন্তু ১৭৫৬ অব্দের মান চিত্রে জানান ২৭টা বড় বড় রাস্তা এবং ৫২টি অপেক্ষাকৃত ছোট রাস্তা স্পষ্টরূপে চিহ্নিত হইয়াছে। পরন্তু সর্বপ্রধান উন্নতি হইয়াছে পাকা বাড়ীতে। মোটামুটি গণনায় দেখিতে পাওয়া যায়, যেস্থলে কেবল ২১টা ইষ্টকালয় ছিল (তাহাদের মধ্যে ৫টি মাত্র একটু বড় রকমের), সেস্থলে ১৭৫৬ সালের ম্যাপে


  1. এই প্রথা বিহারর ইতরজাতীয় হিন্দুদের মধ্যে অদ্যপি প্রচলিত আছে।