পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম অধ্যায়।
৮৯

১৭৩৪ অব্দে বোম্বাইয়ের গভর্নর নিযুক্ত হন; গৃহটি প্রথমে এক তল ও চারিটী স্কুল (দাতব্য বিদ্যালয়ের সম্পত্তি ছিল। আবার কেহ কেহ বলেন, ১৭০৭ অব্দে বা তৎসমকালে বুর্শিয়ার সাহেব সাধারণের প্রদত্ত চাঁদার সাহায্যে এই কোর্ট হাউস নির্মাণ করেন, উহার উপরের অংশও চাঁদার টাকায় নির্ম্মিত হয়। ষ্টভোরিনস্ সাহেব ১৭৭০ সালে লিখিয়াছেন;—কোর্ট হাউসের উপরে দুই টী সুন্দর সভাকক্ষ (দরবারগৃহ } আছে। এই দুইটী প্রকোষ্টের একটীতে ফ্রান্সের রাজার এবং পরলোকগতা রাণীর প্রতিমূর্ত্তি সজ্জিত আছে। চিত্রপট দুইটা সজীব মনুষ্যাকারের ন্যায় বৃহদায়তন। ইংরেজেরা যৎকালে চন্দননগর অধিকার করেন, সেই সময়ে ঐ স্থান হতে চিত্রপট দুইটা আনীত হইয়াছিল। ' ১৭৯২ সালে কোর্ট হাউস গবর্মেণ্টের নিকট বিক্রী ও হয়, এবং সেই বংসরেই গবর্ণমেট উহার জীর্ণ অবস্থা দেখিয়া উহা ভূমিসাৎ করিয়া ফেলেন। অর্ম্মি ১৭৫৬ সালে উহার বর্ণনা করিয়া বলিয়াছেন, “গৃহটা একতল হইলেও অতি বিস্তৃতায়তন; উহাতে মেয়রের কাছারি ও দায়রা আদালত বসি।” গৃহটি রূপে প্রাচীন কলিকাতা দাতব্য ভাণ্ডার সম্পত্তি হইয়াছিল, তাহা জানতে পারা যায় নাই।

 বাবু চন্দ্র দাস নামক কলিকাতার একজন কোটিপতি কর্তৃক ‘বাবুঘাট’ নিখিত হইয়াছিল একটা নিম গাছ হইতে নিমতলা ঘাট ষ্ট্রীট নাম হইয়াছে। ক্লাইভ ষ্ট্রীট এক সময় বৃহৎ কারবারের স্থান ছিল। যে স্থানে এক্ষণে ওরিএণ্টাল ব্যাঙ্ক অবস্থিত, ঐ স্থানে লর্ড ক্লাইভের বাড়ী ছিল। বগবাজার (বা বাচবাজার) শ্যাম বাজার, হাটখোলা, জানবাজার, বড়তলা, এই স্থানগুরি নামোল্লেখ ১৭৪৯ সালে দেখিতে পাওয়া যায়। মৎস্যবাজার বা মেচো-