পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Adéir কলিকাতা সেৱালের ও একালের । DDB BB BB BBB BBBS BBB BBBB BBBBB Dkk উত্তরাধিকারী হন। শিবচন্দ্রও পিতার ল্যায় ধাৰ্শ্বিক এবং সুবিধান ছিলেন। নিয়মিত সময়ে সরকারী রাজস্ব না দিতে পারায়, শিবচক্সের আমলেও অনেক बिक्रग्न हठांस्रव्र श्हेब्रः बांब्र । এজন্তু তিনি ভগ্নহৃদয়ে ১৭৮৮ খ্ৰীঃ আৰাে পরলোক গমন করেন। মহারাজ শিবচক্সের পুত্র ঈশ্বরচন্দ্ৰ। ইষ্টার দানশীলত। জ্ববিখ্যাত । - রাজ। ঈশ্বরচন্দ্রের সময়, লর্ড কর্ণওয়ালিস প্রণোদিত দশশালা-বন্দোবস্ত প্রচলিত হয়। রাজেন্দ্র কৃষ্ণচন্দ্র, আপন জ্যেষ্ঠপুত্র শিবচন্দ্র ব্যতীত আর সকল পুত্রের মাসহার বন্দোবস্ত করিয়া যান। তাহার এতদিন চুপ করিয়া ছিলেন। কিন্তু দশশালা-বন্দোবস্ত প্রচলনের পর, পৈতৃক-জমীদারীর অংশ পাইবার জন্য র্তাহারা আদালতে নালিস রুজু করিয়া দেন। এই মোকক্ষমার খরচ জোগাইতে ও নির্দিষ্ট সময়ে রাজস্ব দিতে না পারায়, নদীয়া রাজের বহু মূল্যবান সম্পত্তি নীলাম হইয়া যায়। ঈশ্বরচন্দ্র বিষয়কৰ্ম্মে তাদৃশ মনোযোগী ছিলেন না। বড়ই উচ্ছ স্থল প্রকৃতির ছিলেন বলিয়, তাহার ভাগ্য পরিবর্তন ঘটিল। ঈশ্বরচন্দ্র, অঞ্জনা নদীতীরে, জীবন নাম দিয়া এক সুরম্য হর্থ নিৰ্মাণ করেন । এই স্থানেই তিনি আমোদ প্রমোদে উন্মত্ত থাকিতেন । পরিশেষে উৎকট রোগাক্রান্ত হইয়া বহুদিন অজ্ঞানাবস্থায় থাকার পর ৫৫ বর্ষ বয়সে ( ১৮৩২ খ্ৰীঃ) লোকাস্তর গমন করেন । সারদামঙ্গল প্রণেতা বিনয় বাকৃপতি নামক এক প্রসিদ্ধ জ্যোতিৰ্ব্বিত র্তাহার সভা অলঙ্কত করিয়াছিলেন। (বিশ্বকোষ ) রাজা ঈশ্বরচন্দ্রের সময় প্রায় অৰ্দ্ধেক জমীদারী প্তাহার হস্তবহির্ভূত হয়। ঈশ্বরচন্দ্রের পুত্র মহারাজ গিরিশ্চন্দ্রও পিতার ম্যার অপব্যত্নী ছিলেন । তাহার আমলে ১৮১৩ খ্ৰীঃ আৰো, নদীয়া রাজের একটা মূল্যবান জমীদারী, উখড়া পরগণা, কোম্পানী বাহাদ্বরের প্রাপ্য বাকী খাজমীর দায়ে নিলাম হইয়া যায়। আত্মীয় স্বজন ও বিশ্বাসঘাতক কৰ্ম্মচারীদের দোষে এই সৰ হইতেছে এরূপ একটা সংস্কার জন্মাইবার পর, তিনি সংসার বিরাগী হইয় পড়েন। তাছার বুদ্ধির দোষে চুরাশ পরগণার নদীয়া রাজ্য, পাচ সাতখানি পরগণায় পৰ্য্যবসিত হয়। নবদ্বীপে তিনি দুইটা বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করিয়। তাহার একটাতে কালীমুক্তি ও অপরটাতে শিবমূর্তি গিরীশচক্সের রাজত্বকালে কবি রসসাগরের” ৰ কৃষ্ণকান্ত ভাদুড়ীর যশোরাশি চারিদিকে ব্যাপ্ত হয়। ১২৪৮ সালে অগ্রন্থায়ণ মাসে রাজা গিরীশ্চন্দ্র