পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। * సె$$ লোচন স্নায় বাছাছুরের অক্লান্ত পরিশ্রমে ও বিষয়কৰ্ম্মে অসামান্ত দক্ষতায়, কিছুদিনের মধ্যেই জমিদারীর অবস্থা পুনরায় উন্নত হইয়াউঠে । মহারাণী’স্বৰ্ণময়ী c. I. ১২৩৪ সালের অগ্রহায়ণ মাসে, ইং ১৮২৭ খ্ৰীঃ আন্মে, বৰ্দ্ধমান জেলার অন্তর্গত ভাতাকুল গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২৪৫ সালের বৈশাখ মাসে (ইং ১৮৩৪ খৃঃ অব্দে ) তাহার বিবাহ হয়। র্তাহার বিশাল জমিদারী বঙ্গদেশে মুর্শিদাবাদ, রাজসাই, পাবনা, দিনাজপুর, মালদহ, রঙ্গপুর, বগুড়া, ফরিদপুর, যশোহর, নদীয়া, বৰ্দ্ধমান, হাওড়া ও চব্বিশ পরগণায় এবং উত্তর পশ্চিম প্রদেশে গাজীপুর ও আজিমগড় জেলার বিস্তৃত। কলিকাতা এবং সহরতলীতেও তাহার প্রচুর সম্পত্তি আছে। রঙ্গপুর জেলার সুবিখ্যাত "বাহারবন্ধ-পরগণা” তাহার বৃহত্তম জমিদারী এবং তাহার নদীয়ার জমিদারীরও একটা ঐতিহাসিক মূল্য আছে । ইতিহাস-বিখ্যাত পলাসীর প্রাস্তর, এই জমিদারীর অন্তর্গত । মহারাণী স্বর্ণময়ীর ঐকাস্তিক রাজভক্তি, সাধারণের উপকারের জন্য নাম সৎকার্য্যের অনুষ্ঠান এবং অসীম দানশীলতার পুরস্কার স্বরূপ ১৮৭১ খ্ৰীঃ অব্দের ১০ই আগষ্ট তারিখে, গবর্ণমেণ্ট তাহাকে “মহারাষ্ট্ৰী” উপাধি প্রদান করেন। সেই বৎসরেই ১৩ই অক্টোবর তারিখে, কাশিমবাজার রাজবাটীতে একটী দরবার অনুষ্ঠান করিয়া বিভাগীয় কমিশনার মিঃ মোলোনি তাহাকে রাজকীয় সনন্দ প্রদান করেন । ১৭৮৪ অন্ধের মহা দুর্ভিক্ষের সময়, মহারাণী স্বর্ণময়ীর অকাতর দান ও ছুর্ভিক্ষক্লিষ্টের জীবনরক্ষণকল্পে অক্লাস্ত আত্মত্যাগে গ্রীত হইয়া, গবর্ণমেন্ট ১৮৭৫ খ্ৰীঃ আৰো ১০ই মার্চ তারিখে ঘোষণা করেন, “মহারাণী স্বেচ্ছামত ষে কোম ব্যক্তিকেই উত্তরাধিকারীরূপে মনোনীত করুন না কেন, তাহাকেই মহারাজ। উপাধি প্রদান করা হইবে।” অতঃপর তাহার বদান্যতায় অধিকতর সন্তুষ্ট হইয়া, ১৮৭৮ খ্ৰীঃ অঙ্গের জানুয়ারি মাসে গবর্ণমেন্ট তাহাকে C. I. নামক সন্মানজনক উপাধি ( Meńber of the Imperial Order, of ... the Crown of India.) দান করেন। সেই বৎসরের ১৪ই আগষ্ট । তারিখে, কাশিমবাজার রাজবাটীতে দরবার করিয়া প্রেসিডেন্সী-বিভাগের কমিশনার মিঃ পীকক,এই গৌরবান্বিত ৰঙ্গমহিলাকে রাজ সম্মানের নিদর্শন প্ৰদান করেন। মহারাণী স্বর্ণময়ী ব্যতীত জার কোন বঙ্গ-মহিলাই এই উচ্চ সস্থান লাভ করিতে পারেন নাই । г ७३ लद्रवां८ब्र भिः नैकक ¢क अडिंठांब* ** करृङ्गन, डांशंटङ శి) -