পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిJ93 কলিকাতা সেকালের ও একালের । স্নায়কে হত্যা করিয়া তাহার পরিবারবর্গকে বন্দী করে। কৃষ্ণয়াম ब्राँ८ब्रग्न नूझ छत्रं९बैांभ ब्रांब्र, छांकांग्न श्रृंगांद्देब्रl. शिंब्रां ऊद्धश् *ांननक6ांब्र জাশয় গ্রহণ করেন। দুৰ্ব্বত শোভা-সিংহ, একসময়ে কৃষ্ণরাম রায়ের. কস্তার মৰ্য্যাদা নষ্ট করিতে উষ্ঠত হইলে, সেই সাহসী রাজকুমারী, তাহাকে ছুরিকাঘাতে নিহত করেন। পরিশেষে শোভাসিংহের সৈন্যদল বর্ধমান পরিত্যাগ করিয়৷ হুগলী আক্রমণ করে, কিন্তু পরাজিত হইয়া পলায়ন করিতে বাধ্য হয়। এই বিদ্রোহ সময়ে—সুতালুটতে ইংরাজগণ, চন্দননগরে ফরাসীগণ এবং চুচুড়ায় ওলন্দাজগণ বিদ্রোহীগণের ভয়ে ভীত হইয়া, তাহাদিগের বাণিজ্য কুঠীগুলি সুরক্ষিত করিবার জন্ত, নবাব নাজিমের নিকট অনুমতি প্রার্থনা করিয়া এবং নবাবের অনুমতিক্রমে এতৎসম্বন্ধে ৰিশেষ বন্দোবস্ত করেন। শোভাসিংহের বিদ্রোহের পূর্ণবিবরণ জামরা ইতিপূৰ্ব্বে দিয়াছি। - শোভাসিংহের মৃত্যু সংবাদ পাইয়া, জগৎরাম রায় ঢাকা হইতে ফিরিয়া আইসেন এবং বিনাকষ্ট্রে পিতৃসম্পত্তির উত্তরাধিকার লাভ করেন। সম্রাট আলমগীর, উহাকে একখানি নৃতন ফারমান প্রদান করেন । দুর্ভাগ্যের বিষয় ১৭•২ খৃঃ অঙ্গে জগৎরাম গুপ্তশত্রুর হস্তে নিহত হন। তাহার দুই পুত্র, কীৰ্ত্তিচন্দ্র রায় ও মিত্ররাম রায় । ইহার মধ্যে জ্যেষ্ঠই, পৈতৃক সম্পত্তির অধিকারী হন । তিনিও দিল্লীর-সম্রাটের নিকট হইতে “ফারমান” প্রাপ্ত হন। নিজের চেষ্টায়, তিনি পৈতৃক জমীদারীতে-চাতুরান, ভুরস্ট, বার্দ ও মনোহয়সাহী, প্রভৃতি পরগণাগুলি যোগ করেন। তিনি ইহার পর ঘাটালের নিকটবর্তী চন্দ্রকোণ ও বার্গার রাজগণের সহিত যুদ্ধ করিয়া, তাহীদের রাজ্য এবং হুগলী জেলার অন্তর্গত তারকেশ্বরের নিকটবর্তী বালঘরার রাজার নিকট হইতে কয়েকটা জমিদারী কাড়িয়া লন। ভবিষ্যতে তিনি বিষ্ণুপুরের রাজার সহিত যুদ্ধে লিপ্ত হইয়াছিলেন বটে, কিন্তু এই সময়েই মহারাষ্ট্রীয় উপদ্রব বা বর্গীর-হাঙ্গাম জারভ হওয়ার, বিষ্ণুপুর রাজের সহিত সন্ধি করিয়া, উভয়ে একত্রে মারহাটशएषब्रबिक्रटक न७iब्रभान श्न , মহারাজকীৰ্ত্তিচন্দ্র রায় ১৭৪০ খ্ৰীঃ অব্দে মৃত্যুমুখে भडिउ হন । তাহার পূহ চিত্ৰসেন রায়, পৈত্রিক জমিদারী আরওঁ বৰ্দ্ধিত করেন। তিনিই প্রথমে, গঙ্গাস্ট’ সাহ-আলমের ੇ হইতে “রাজা” উপাধি প্রাপ্ত হন। রাজা চিলের রায় ১৭৪৪ স্বঃ গুঞ্জে"ত্যুমুখে পত্তিপ্ত হওয়ায়, তাহাঙ্ক খুল্লতাত-পুঞ্জ