পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই দেববংশের আদিপুরুষের নাম ঐহরি। পীতাম্বর এই ছরি হইতে অধস্তন ষষ্ঠ পুরুষ। ইনি নবাব সরকার হইতে “খ” উপাধি প্রাপ্ত । হইয়াছিলেন। ইহার প্রচুর ধান্তসম্পত্তি ছিল। কথিত আছে, একদা কোন কার্যোপলক্ষে, ইনি বহুসংখ্যক উচ্চ বংশোদ্ভব কারন্থগণকে নিমন্ত্রণ করেন । এবং তাহাদিগের যাতায়াতের সুবিধার জন্য, একটী ক্ষুদ্র নদীর কিয়দংশ ধান্ত দ্বারা পূর্ণ করিয়া, নদী পার হইবার সেতুস্বরূপ করিয়া দেন। এই অদ্ভুত ঘটনায় কথা, তৎক্ষণাৎ চতুর্দিকে প্রচার হইয় পড়ে এবং পীতাম্বর দে মহাশয় সেই সময় হইতে “ধান্ত-পীতাম্বর” এই নৃতন নামে অভিহিত হন । পীতাম্বর, স্বীয় সমাজে গোষ্ঠীপতি ছিলেন। পীতাম্বর দেবের চরিজন প্রপৌত্র পৈতৃক বাসগ্রাম পরিত্যাগ করিয়া বিভিন্নগ্রামে যাইয় বসবাস করেন। চৌখণ্ডী উপাধিধারী জ্যেষ্ঠ শিবদাস—মলুই গ্রামে, মধ্যমনিত্যানন্দ - সৌদপুর গ্রামে, তৃতীয় চতুভূজ—তাল গ্রামে এবং কনিষ্ঠ । শ্ৰীনাথ—ধলেপুর গ্রামে বাস করিয়াছিলেন। ইহঁাদিগের মধ্যে মধ্যম, তৃতীয় , ও কনিষ্ঠ “রায়” উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। ইহাদিগের বংশধর কালীনখ “अल्लिक” 4दश् दिखाग्नांदल्लङ “ब्रांप्र” छेणोर्षि थांशु श्म । ईशंब्री निठानमा হইতে অধস্তন পঞ্চম পুরুষ । বিজয়াবল্লভের প্রপৌত্র বিদ্যাধর, সোঁদপুর ত্যাগ করিয়া প্রথমে নাজরা ও পরে নিতাড়া গ্রামে বাস করেন। ইহার ছয় পৌত্রের মধ্যে চতুর্থ দেবীদাস রায় “মজুমদার” উপাধি প্রাপ্ত হন এবং মুড়াগাছ পরগণার (২৪ পরগণা ) কামুনগো পদে নিযুক্ত হন। ইহায় ছয় পুত্র। তন্মধ্যে চতুর্থ, সহস্রাক্ষ মজুমদার, নবাব মহব্বতভঙ্গ কর্তৃক তাহার পৈতৃক কৰ্শ্ব অর্থাৎ মুড়াগাছা পরগণার কানুনগো পদে নিযুক্ত হন। পঞ্চম রাজেন্দ্রনাথ মজুমদার সরকার উপাধি পাইয়া, কামারপোল গ্রামে বাঙ্গ করেন এবং কনিষ্ঠ রুক্মিণীকান্ত নবাব কর্তৃক মুড়াগাছা পরগণার অপ্রাপ্ত বয়স্ক বড়িশার সাবর্ণ-চৌধুরী জমীদার, কেশবরাম রায়চৌধুরীর বিষয়ের তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত হন এবং নবাব-সরকার হইতে “ব্যবহুৰ্ত্তা" উপাধি প্রাপ্ত হন। তাহার জ্যেষ্ঠপুত্র রামেশ্বর ব্যবহর্ভা, পৈতৃক পদে নিযুক্ত হন কিন্তু তাছার আমলে নবাব-সরকারের প্রাপ্য রাজস্ব বাকী পড়ায়, সাবর্ণ জমাদার কেশৰয়াম তাহাকে নিজালয়ে কারারুদ্ধ করেন । রামেশ্বরের দ্বিতীয় পুত্র রামচরণ দেব মুর্শিদাবাদে গিয়া তদানীন্তন রায়-রাসানের নিকট পরিচিত হয়েন এবং পঞ্চাশ হাজার টাস্কার অধিক রাজস্ব নিষ্ঠে প্রতিশ্রুত হইয়। মুড়াগাছা পরগণার ভার গ্রহণ করেন। রাস্তুরায়ন-উীহাকে উক্ত