পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । । ఫిkూt ইহা ব্যতীত কলিকাতা শোভাবাজারে—রাজা নবকৃষ্ণ ষ্ট্রীট এবং বাগবাজার ও কুমারটুলীতে গঙ্গার দুইটী ঘাট তাহারই কীৰ্ত্তি। 姆 শক্তি ও অর্থের আধিক্য ঘটিলে, অনেকেরই পতন অবশ্যম্ভাবী হই পড়ে, কিন্তু নবকৃষ্ণ সম্বন্ধে এ যুক্তি বিশেষ সারবান নহে। কোম্পানীর কাগজপত্র হইতে যে বিবরণ পাওয়া যায়, তাহাতে র্তাহাকে একটা মাত্র কারণের জন্য দোষী সাব্যস্ত করা যায় । · o, বাঙ্গাল ১১৭৬ সালে বিখ্যাত ছিয়াত্তরে-মম্বন্তর সংঘটিত হয়,-এই ৷ সময়ে নবদ্বীপাধিপতির প্রচুর রাজস্ব বাকী পড়ায়, তাহার কৰ্ম্ম চারিগণ, রাজ্য ইজারা-বিলির প্রস্তাব করেন। মহারাজা নবকৃষ্ণ ও কলিকাতার অন্তান্ত বণিকগণ, ইজারা লইতে সন্মত হন। অতঃপর এই প্রস্তাবিত ইজারাদারগণ, খাজনা তহশীল করিতে আরম্ভ করিয়া, লোভবশতঃ নবুৰীপাধিপতির স্বত্বনাশ করিতে উদ্যত হওয়ায়, তিনি পুনরায় জমিদারী গ্রহণ করিতে ইচ্ছা করেন । ইহাতে ইজারাদারগণ প্রতিবন্ধকতাচরণ করায়, তিনি ইজারাদারগণের বিপক্ষে ২ লক্ষ ২৫ হাজার টাকা আদায়ের দাবী দিয়া অভিযোগ উপস্থিত করেন । নবকৃষ্ণ প্রভৃতি এই অভিযোগের কোন সদুত্তর দিতে পারেন নাই। এই অভিযোগের মীমাংসার কোনও বিবরণ কোম্পানীর কাগজপত্রে পাওয়া যায় না । 緣 ইহা ব্যতীত, শত্রুপক্ষের ষড়যন্ত্রে তাহার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ উপস্থিত হইয়াছিল বটে, কিন্তু সেগুলি সমস্তই মিথ্যা বলিয়া প্রমাণ হয়। মহারাজা নবকৃষ্ণের পৌত্র, মহারাজা স্যর রাধাকান্ত দেব বাহাদুর “শব্দকল্পক্ৰম” নামক এক সুবৃহৎ সংস্কৃত কোষগ্রন্থ প্রণয়ন করাইয় তাহ। বিনামূল্যে দান করিয়াছিলেন। মহারাজা কালীকৃষ্ণ দেব বাহাদুর ও মহারাজ মরেন্দ্রকৃষ্ণ সম্বন্ধে ইতিপূৰ্ব্বে আমরা আলোচনা করিয়াছি। মহারাজা নন্দকুমার। মহারাজা নন্দকুমার খ্ৰীষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে, সম্ভবতঃ ১৭-e অব্দে জন্মগ্রহণ করেন। বাঙ্গালার মুসলমান রাজত্বের অবসান ও ইংরাজশক্তির অভু্যদয়ের সময়ে, সন্ত্রম গৌরব, প্রতিপত্তি ও প্রতিভায় মহারাজ, নন্দকুমার অদ্বিতীয় ছিলেন। তাহার বহুঘটনাপূর্ণ জীবনী সম্যক জালেচনা করিতে হইলে, একখানি সুবিস্তৃত পুস্তক হইয় পড়ে, এই জন্য আমরা এখানে তাহার সংক্ষিপ্ত জীবন-কথার অবতারণা করিব। ኧ8