পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2οίγή" কলিকাতা সেকালের ও একালের। মৃত্তালত দেওয়ানরায় মজকুরের মৃত্যু হইলে,তিনি পুনরায় শিদাবাদে উপস্থিত হইয়া বহু চেষ্টায় সাতশইকা পরগণার আমীনের পদ লাভ করেন। কিন্তু এই কৰ্ম্মে তাহার প্রয়োজনমত আয় হয় নাই বলিয়, তিনি অল্পদিন . পরেই উক্ত কৰ্শ্ব পরিত্যাগ করিয়া হুগলীতে গমন করেন। এই সময়ে তাহাকে बज्र३ অর্থ-কষ্ট ভোগ করিতে হইয়াছিল এবং অবশেষে তাহার অর্থকষ্ট এতদুর বৰ্দ্ধিত হইয় উঠে, যে হগলী হইতে মুর্শিদাবাদে আসিবার উপযোগী অর্থের অভাবে, তাহাকে নিজের ব্যবহার্য্য একখানি বহুমূল্য শাল বিক্রয় করিয়া অর্থ সংগ্ৰহ করিতে হইয়াছিল। মুর্শিদাবাদে কিছুদিন অবস্থানের পর, নবাব,সিরাজউদৌলা নন্দকুমারকে হুগলীর ফৌজদারের অধীনে চাকুরী প্রার্থনা করিতে পাঠান। নন্দকুমার, নবনিযুক্ত ফৌজদার হেদায়ৎ আলীর অধীনে দেওয়ানী পদের প্রার্থী হন, কিন্তু তাছাকে বিফল-মনোরথ হইয়া মুর্শিদাবাদে প্রত্যাবৃত্ত হইতে হয়। এই সকল কারণে, তাহার অর্থকষ্ট এই সময়ে চরম অবস্থায় উপনীত হইয়াছিল। যাহা হউক ইহার কিছুদিন পরে, মহম্মদ ইয়ার-বেগ ধী পুনরায় হুগলীর ফৌজদার নিযক্ত হইলে, নন্দকুমার তাহার বন্ধু সাদকউল্লার সহায়তায়, তাহার নিকট পরিচিত হন এবং তাহার অধীনে দেওয়ানী-পদ প্রার্থনা করেন। কিয়ৎকাল ইতস্ততঃ করিয়া পরিশেষে ইয়ারবেগ সাহেব তাহাকেই দেওয়ান পদে নিযুক্ত করিলেন। নন্দকুমারের আর্থিক কষ্ট দূর হইল এবং এই সময় হইতেই তিনি “দেওয়ান-নন্দকুমার” নামে অভিহিত হইতে লাগিলেন। - তিন বৎসর পরে ফৌজদার ইয়ার বেগ খা, পুনরায় পদচ্যুত হন এবং দেওয়ান নন্দকুমারকে সঙ্গে লইয়া মুর্শিদাবাদে নিকাশ দিতে আসেন। মুর্শিদাবাদে তাহার এক বৎসর বিলম্ব হয়। ইতোমধ্যে নবাব আলিবর্দি খা দেহত্যাগ করিলেন। যুবরাজ সিরাজউদৌল সিংহাসনে মারোহণ করিয়া ইংরাজগণের সহিত বিবাদ বাধাইয়া বসিলেন এবং এই সংস্রবে রাজা মাণিকটাকে কলিকাতায় ও মির্জা মহম্মদ আলীকে হুগলীর ফৌজদার নিযুক্ত করিলেন। কিন্তু মহম্মদ আলীর দ্বারা শাসনের ব্যবস্থা না হওয়ায়, নবাব,তাহাকে পদচ্যুত করিয়া ওমরউল্লাকে তৎপদে নিযুক্ত করিলেন এবং নন্দকুমারকে পুনরায় তাহার দেওয়ান করিয়া দিলেন। ইহার কিছুদিন পরে আবার ওমরউল্লার্কেও পদচ্যুত করিয়া নন্দকুমারকেই হুগলীর ফৌজদার নিযুক্ত করিলেন .