পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়: ఫెనిని হউক এবং তাহার আদেশ না আসা- পৰ্য্যস্ত, নন্দকুমারের প্রাণদণ্ড স্থগিত থাকুক। কিন্তু দুঃখের বিষয়, নবাবের এ অনুরোধ রক্ষিত হয় নাই । ৫ই আগষ্ট তারিখে, খিদিয়পুরের নিকট কুলীবাজারে (আধুনিক হেষ্টিন্স ) মহারাজা নন্দকুমারের ফাসী হইয়া গেল। কথিত আছে, বহু স্বধৰ্ম্মামুরক্ত ব্রাহ্মণ এই ঘটনার পর কলিকাতায় বাম করিতে ভীত হইয়া, গঙ্গার অপর পারে যাইয়া বাস করেন । ** জানবাজারের মাড়বাবুগণ । 參 ( রাণী রাসমণি ) * পলাশী-যুদ্ধের চারি বৎসর পূৰ্ব্বে ১৭৫৩ খ্ৰীষ্টাব্দে, এক দরিদ্রের গৃহে প্রীতিরাম দাস জন্মগ্রহণ করেন। বাল্যে গুরুমহাশয়ের পাঠশালায় সীমান্য বাঙ্গলা ভাষা ও গণিত শিক্ষা করিয়া ১৭৬৭ খ্ৰীষ্টাব্দে চতুর্দশ বৎসর বয়সে, মাতুপিতৃহীন গ্ৰীতিরাম, রামতন্তু ও কালীপ্রসাদ নামক দুই কনিষ্ঠ সহোদর সহ কলিকাতায় জানবাজারের তদানীন্তন বিখ্যাত জমিদার মান্নাবাবুদিগের পুরস্ত্রী, র্তাহার পিতৃফসার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন এবং অল্প ইংরাজি ভাষা শিথিয় দালালী ও ফোর্টউইলিয়ম দুর্গে ইংরাজসৈন্তের রসদ যোগাইবার কার্য্য করিতে লাগিলেন । এই সূত্রে ফোটের জনৈক পদস্থ ইংরাজ কৰ্ম্মচারীর সহিত বিশেষভাবে পরিচিত হইয়া প্রীতিরাম তাহার সহিত ঢাকায় গমন করেন ও তথায় উক্ত ইংরাজের সহায়তায়, নাটোর রাজসরকারে এক বিশি৯ কৰ্ম্মচারীর পদে নিযুক্ত হন। ১৭৭৭ খৃষ্টাব্দে চব্বিশ বৎসর বয়সে, গ্রীতিরাম সঞ্চিত অর্থসহ নাটোর হইতে কলিকাতায় প্রত্যাগমন করিয়া, আশ্রয়দাতা মান্না-পরিবারের, যুগলমান্নার একাদশ বর্ষীয়া কন্যায় পাণিগ্রহণ ফলে, জানবাজারের কয়েকখানি বাড়ী ও ষোল বিঘা জমি যৌতুক লাভ করেন। এই বিবাহের ফলস্বরূপ ১৭৭৯ খ্ৰীষ্টাব্দে তাহার প্রথম পুত্র হরচন্দ্র এবং ১৭৮৩ খ্ৰীষ্টাব্দে দ্বিতীয় পুত্র রাজচন্দ্র জন্মগ্রহণ করেন। - কলিকাতায় মাসিয়া, প্রীতিরাম আমদানী ও রপ্তানীর কার্য্য করিতেন। পরে ১৭৮৭ খ্ৰীষ্টাব্দে বরণ কোম্পানী নামক তদানীন্তন ইংরাজ-বণিকদলের नुष्शक अप्न निषूङ इन । २v•• श्रृंडेió, नीप्प्लोबबट्टद्र अप्लिकांबर কয়েকট পরগণা লাটে উঠিলে, দেওয়ান শিবরাম সান্নালের সহায়তায়, প্রীতিরাম উনিশ হাজার টাকায়, মকিমপুর পরগণা খরিদ করিলেন। কনিষ্ঠ সহোদর কালীপ্রসাদ নবক্রীত পরগণার নায়েবী কাৰ্য্যভার গ্রহণ