পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । } e a s বিশ্বাসের বিবাহ দেন। মথুরামোহন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম ভক্ত । 萼 彎 ● রাজচন্দ্র প্রস্থত অর্থে পার্জন ও বিষয় সম্পত্তি করিয়া গিয়াছিলেন এবং সৎকার্য্যে যথেষ্ট অর্থ ব্যয়ও করিয়াছিলেন। তিনি দশ বার জন ছাত্রের সমুদয় ব্যয়ভার বহন করিতেন। ১৮৩১ খৃষ্টাব্দে পত্নীয় প্রার্থনায়,সাধারণের স্বানের জন্ত, রাজচন্দ্র “বাবুঘাট" প্রস্তুত করিয়া দেন। ইহার পর দুই বৎসরের মধ্যে একটী রাস্তা নিৰ্মাণ, বেলেঘাটার থালখনন, নিমতলায় পুরাতন ঘাট ও মুমুমুনিবাস স্থাপন, আইরিটোলার ঘাট নির্মাণ, মেটকাফ হলে পাচহাজার টাকা দান এবং হিন্দুকলেজে ও দুর্ভিক্ষভাণ্ডারে অর্থসাহায্য প্রভৃতি বিবিধ সদস্থঠান তাহার দ্বারা সম্পাদিত হইয়াছিল। লোকহিতকর কার্য্যে র্তাহার অনুরাগ দর্শনে, ইষ্টইণ্ডিয়া কোম্পানী ১৮৩৩ খৃষ্টাব্দে রােজচন্দ্রকে “রায়” উপাধিমণ্ডিত করেন । রাজসন্মান লাভের তিন বৎসর পরে, পয়ত্ৰিশ লক্ষ টাকার কোম্পানির কাগজ ও অন্যান্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রাখিয়া, ১৮৩৬ খৃষ্টাব্দে তিল্পায় বৎসর বয়সে, রায় রাজচন্দ্র দাস পরলোক গমন করেন । রাজচন্দ্রের নিৰ্ম্মিত ঘাট, তৎকালীন গভর্ণর জেনারেল লর্ড বেণ্টিঙ্কের সম্মানার্থে ও সাধারণের স্বানের জন্য নিৰ্ম্মিত হয় । এই ঘাট এখনও বর্তমান, এবং “বাবুঘাট” বলিয়া, সাধারণে বিখ্যাত ও ইডেন গার্ডেনের সন্নিধ্যে সংস্থাপিত । - রাজচন্ত্রের সহধৰ্ম্মিণী রাসমণি দাসী ১৭৯৩ খ্ৰীষ্টাব্দে হালিসহরের নিকবর্তী এক গণ্ড গ্রামে কোন কৃষ্ণভক্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাহার পিতার নাম হরেকৃষ্ণ দাস ও মাতার নাম রামপ্রিয়া দাসী। হরেকৃষ্ণর কয়েকটা পুত্র ছিল, একমাত্র কন্যা রাসমণি র্তাহার প্রৌঢ়াবস্থার সস্তান। হরেকৃষ্ণ শ্রমজীবি ছিলেন । কায়িক পরিশ্রমে যাঙ্কা-কিছু উপার্জন করিতেন, গ্রাসাচ্ছাদনের জন্য তাহার সমস্তই বায়িত হইত এবং সঞ্চয়ের জন্ত প্রায় কিছুই খাকিত না। তিনি বাঙ্গালা লিখিতে ও পড়িতে জানিতেন এবং কস্তা রাসমণিকে সয়ং লিখিতে ও পড়িতে শিখাইয়াছিলেন। সপ্তম বৰ বয়সে, রাসমণির মাতৃ-বিয়োগ হয়। - রাজচন্ত্রের দ্বিতীয় বার স্ত্রী-বিয়োগ হইলে,বধু অন্বেষণে ঘূেরিত গ্ৰীতিরামের লোক, হালিসহরে জাহ্নবী তীরে জীর্ণ বস্ত্র পরিধানী, গৌরবর্ণ, পরম লাবণ্যময়ী রাসমুণিকে দেখিয়া ও তাছার পরিচয় অবগত হইয়া তাহাকেই রাজচজের ভাবী-পত্নী মনোনীত করেন। ১৮•৩ খ্ৰীষ্টাস্থে একাদশ বর্ষ বয়সে ১২৬ -