পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । , డి శిశిర তীরে দেবালয় নিৰ্মাণ করিতে মনস্থ করিলেন। এই সদিচ্ছার পরিণতি, পুণ্যভূমি দক্ষিণেশ্বরের নবরত্ব ও স্ববিখ্যাত কালীমন্দির। বারাণসীতে ক্রীত ভূমিখণ্ডে, ১৮৯৮ খৃষ্টাৰে ১৯ মার্চ (১৩•• সাল ৬ই চৈত্র) সোমবার রাসমণির দৌহিত্র ত্ৰৈলোকানাথ বিশ্বাস"ত্ৰৈলোকেশ্বর” নামক শিবের মন্দির প্রতিষ্ঠা করিয়া, দেব-সেবার নিত্য ব্যয় নিৰ্ব্বাহের জন্য, মাসিক চল্লি শত টাৰণ আয়ের সম্পত্তি দৰ্শন করেন । *e রাসমণি র্তাহার জামাতা মথুরামোহনের উপর স্থান নিৰ্ব্বাচন ও দেবালয় নিৰ্ম্মাণের ভার অর্পণ করেন। দক্ষিণেশ্বরে ভাগীরতী-তীরে কোম্পানীর বারুদাগারের দক্ষিণে, কলিকাতা সুপ্রীমকোর্টের হেষ্টিং নামক এক জন ইংরাজ এটণী, কুঠি নিৰ্ম্মাণ করিয়াতাহাতে বসবাস করিতেন। মথুরামোহন এই কুঠী সমেত, ষাট বিঘা জমী ক্রয় করিয়া, তাহাতে দেবালর প্রস্তুত করিলেন । ১৮৫৫ খ্ৰীষ্টাব্দে ৩১শে মে ( ১২৬২ সাল ১৮ই জ্যৈষ্ঠ) বৃহস্পতিবার স্নানযাত্রার দিবসে, রাসমণির ইষ্টদেবতার নামে তাহ প্রতিষ্ঠিত হইল। এই উপলক্ষে সেই শুভদিনে নবদ্বীপ প্রভৃতি পণ্ডিতপ্রধান স্থান, এমন কি স্বদূর কান্তকুঞ্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা, প্রভৃতি স্থান হইতে অীমন্ত্রিত বহু অধ্যাপক, পণ্ডিত ও ব্রাহ্মণ সমাগত হয়েন এবং প্রত্যেকে রেশমী বস্ত্র, উত্তরীয় এবং পাথেয় ও বিদায় হিসাবে, অনূ্যন একটি স্বর্ণ মুদ্রা পাইয়াছিলেন। দেবালয় নিৰ্ম্মাণ ও প্রতিষ্ঠ উপলক্ষে, রাসমণি নয়লক্ষ মুদ্রা ব্যয় করেন এবং পাচলক্ষ মুদ্রা বিনিময়ে, ত্ৰৈলোক্যনাথ ঠাকুরের নিকট হইতে দিনাজপুর জেলায়, ঠাকুরগী মহকুমার অন্তর্গত শালবাড়ী পরগণা ক্রয় করিয়া তাহা দেবলয়ের সম্পত্তি করিয়া দেন । রাসমণির এই কীৰ্ত্তির অনুকরণে: তাহার কন্যা জগদম্ব দাসী ১৮৭৪ খৃষ্টাব্দে, ১২ই এপ্রিল ( ১২৮১ সাল ও•শে চৈত্র) তিনলক্ষ মুদ্র ব্যয়ে, বারাকপুরের সন্নিহিত টিটাগড়ে অন্নপূর্ণার মন্দির এবং দৌহিত্রের পুত্রবধু গিরিবাল দাসী ১৯১১ খৃষ্টাব্দে ১লা জুন ( ১৩১৮ সাল ১৮ই জ্যৈষ্ঠ) বৃহস্পতিবার, দুই পক্ষ মুদ্র ব্যয়ে অাগড়পাড়ায় রাধাকৃষ্ণের এক মন্দির প্রতিষ্ঠা করেন। রাসমণি র্তাহার মকিমপুর জমীদারীর প্রজাগণকে, নীলকরের ভীষণ অত্যাচার হইতে রক্ষা করেন এবং প্রজার মঙ্গলের জন্য দশসহক, মুদ্রা ব্যয়ে, মধুমতীর সহিত নবগঙ্গার খালের সংযোগ বিধান করেন। এই নবখনিত খালের নাম টালার খাল। ১৮৫৭ খৃষ্টাৰে সিপাহীযুদ্ধের সময় যখন সকলেই কোম্পানীর কাগজ বিক্রয় করিতে ব্যস্ত, রাসমণি