পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৪৪ কলিকাতা সেকালের ও একালের । সেই সময়ে বিস্তর কাগজ খরিদ করিয়াছিলেন । সেই অশান্তি ও গোলযোগের সময়, তিনি কোম্পানীকে ছয়টা হস্তী, প্রচুর খাদ্য ও অর্থান করিয়াছিলেন। চব্বিশ বৎসরকাল ব্রহ্মচৰ্য্যময় জীবন যাপনের পর ১৮৬১ খ্ৰীষ্টাব্দে ১৯শে ফেব্রুয়ারী ( ১২৬৭ সাল ৯ই ফাঙ্কন ) মঙ্গলবার জর রোগে এই পুণ্যবতী রাণী রাসমণি পরলোকে গমন করেন। দক্ষিণেশ্বরের একখানি ক্ষুদ্র ইতিবৃত্ত প্রকাশিত হইয়াছে। বাবু প্রসাদ দাস মুখোপাধ্যায় ইহার লেখক। প্রসাদবাবুর লিখিত কাহিনী হইতে পূৰ্ব্বোক্ত বিবরণগুলি সংগৃহীত হইল। দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ । ( জোড়াবাগান ) và দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়, রামসুন্দর বন্দ্যোপাধ্যামের দ্বিতীয় পুত্র এবং রাজা রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের প্রপৌত্র । তিনি ২৪ পরগণার অন্তর্গত কেটিয়ারী নামক গ্রাম হইতে আসিয়া, কলিকাতায় বসতি করেন এবং গভর্ণমেন্টের অধীনে পাটনার আফিমের কুঠার দেওয়ান হইয়া, প্রচুর অর্থ সংগ্রহ করেন। ইংরাজী ও পারস্ত ভাষায় বিশেষ ব্যুৎপত্তি থাকায় তিনি ইংরাজ ও দেশীয় সকলের কাছেই সমাদৃত হইয়াছিলেন। তিনি নিমতলায় একটা স্নানের ঘাট নিৰ্ম্মাণ করাইয়া, তাহ তখনকার বড়লাট লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ককে উৎসর্গ করিয়াছিলেন এবং নিমতলার আনন্দমমীর মন্দির, তিনিই প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই মন্দির সম্বন্ধে অনেক কথা আমরা ইতিপূৰ্ব্বে বলিয়াছি। 蠟 翁 দেওয়ান রাধামাধব কলিকাতা ও সহরতলীতে বহু সম্পত্তি, উড়িষ্যায় অনেকগুলি জমিদারী এবং বহু অর্থ রাখিয়া যান। তাহার পাঁচ পুত্র – নবকৃষ্ণ; গোপালকৃষ্ণ, শম্ভুকৃষ্ণ, শিবকৃষ্ণ ও তারাকৃষ্ণ । ইহাদের মধ্যে প্রথম, চতুর্থ ও পঞ্চমপুত্রের সন্তানাদি হয় নাই। দ্বিতীয় তৃতীয়ের প্রত্যেকের দুই কন্যা। শিবকৃষ্ণ র্তাহার অন্যান্ত ভ্রাতৃগণের মৃত্যুর পরেও জীবিত ছিলেন। তিনি ননীমোহনকে পোষ্য-পুত্ররূপে গ্রহণ করেন। শিবকৃষ্ণ প্রতাপশালী জমিদার ছিলেন। তিনি নানা প্ৰকাণ্ডু ৰোগ ও গাড়ী ভাল বাসিতেন। একজন শ্রেষ্ঠ দরের অশ্বারোহী বলিয়াও তাহার একটা প্রতিপত্তি ছিল। কিন্তু একটা বিশেষু দোষ ছিল। তিনি গাড়ী চালাইয়া বাইবার সময় তাহার গাড়ীর নিকটে যে কেহ , 6. స్లీ f: