পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। 39 oఏ দেওয়ান শান্তিরাম সিংহের বংশ। ( জোড়াস"াকে ) 變 শান্তিরাম সিংহ, কোম্পানীর আমলে কালেক্‌টার মিঃ মিডলটন ও সার টমাস রমবোল্ড সাহেবের দেওয়ান ছিলেন। তিনি পাটনা ও মুর্শিদাবাদ জিলা সম্বন্ধীয় কার্য্যের অধ্যক্ষ ছিলেন। ** * . দেওয়ান শান্তিরাম, জাতিতে কায়স্থ। তিনি স্বধৰ্ম্মাহুরাগী •श्लूि ছিলেন। নানাবিধ পুণ্যকার্য্যেই তাহার সময় অতিবাহিত হইত। তিনি বারাণসীতে একটা বৃহৎ শিবমন্দির প্রতিষ্ঠা করেন। তাহার দুই পুত্ৰ— প্রাণকৃষ্ণ সিংহ ও জয়কৃষ্ণ সিংহ। জ্যেষ্ঠ প্রাণকৃষ্ণ, কোম্পানীর সাধারণ ধনাগারের দেওয়ান ছিলেন। তাছার তিন পুত্র--রাজকৃষ্ণ সিংহ, নবকৃষ্ণ সিংহ ও শ্ৰীকৃষ্ণ সিংহ এবং কনিষ্ঠ জয়কৃষ্ণের এক পুত্র—নন্দলাল সিংহ। রাজকৃষ্ণ সিংহের পুত্ৰ মহেশচন্দ্র সিংহ। মহেশচন্দ্রের পুত্র হরিশ্চন্দ্র এবং হরিশ্চন্দ্রের পুত্র বলাইচন্দ্র। প্রাণকৃষ্ণের দ্বিতীয় পুত্র নবকৃষ্ণের সন্তানাদি ছিল না এবং তৃতীয় পুত্ৰ শ্ৰীকৃষ্ণ একমাত্র কন্যা রাথিয়৷ দেহত্যাগ করেন । -- নন্দলাল সিংহের পুত্ৰ—সুবিখ্যাত মহাভারত-কার কালীপ্রসন্ন’ সিংহ। কালীপ্রসল্প-সংস্কৃত, বাঙ্গালা ও ইংরাজী ভাষায় সুপণ্ডিত ছিলেন এবং বাঙ্গল সাহিত্যের উন্নতিকল্পে তাহার বিশেষ যত্ব ছিল। তিনি বাঙ্গশক্ষা ভাষার প্রসিদ্ধ পুস্তক “হুতোম-পেঁচার-নক্সা” রচয়িতা এবং মহাভারতের অমুবাদ তাহরে অমূল্য অক্ষয়কীৰ্ত্তি। মহাভারত প্রকাশকালে, তাহাকে ঋণজালে জড়িত হইয়া পড়িতে হইয়াছিল এবং ইহারই ফলে উড়িষ্যার বহু মূলাবান জমিদারী ও কলিকাতার বেঙ্গল-ক্লাব প্রভৃতি বহু মূল্যবান সম্পত্তি র্তাহার হস্ত বহির্ভূত হইয়া গিয়াছিল। যাহা হউক, তিনি যে নানা সদগুণে বিভূষিত ছিলেন, ইহা তাহার সমসাময়িক সকলেই স্বীকার করিয়া থাকেন। কালীপ্রসন্ন, বাঙ্গল নাট্য-সাহিত্যের উৎসাহদাতা ও পৃষ্ঠপোষক ছিলেন। রাজা সার রাধাকান্ত দেব যেমন শব্দকল্পদ্রুমের প্রচার দ্বারা সাধারণে যশস্বী হইয়া গিয়াছিলেন-কালীপ্রসন্ন সিংহ মহোদয়, সেইরূপ হিন্দুর কল্পবৃক্ষ অষ্টাদশ-পৰ্ব্ব মহাভারতের অনুবাদ করিয়া যশস্বী হয়েন । এইজন্স কালীপ্রসন্ন সিংহের নাম আজও প্রত্যেক বঙ্গবাসীর স্মৃতিপটে জাগরুক । স্বপ্রসিদ্ধ সংস্কৃতনাটক বেণীসংহার ও বিক্রমোর্বণীর প্রথম অভিনয়, উপহার