পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। " ٤:د • د তৎপরে ইনি, কে, সি, এস, আই ও পুরুষাস্থঙ্কমে “মহারাজা-ব উপাধি লাভ করিয়া, ঠাকুরবংশের মুখোজ্জল করিয়া গিয়াছেন। * মহারাজ যতীন্দ্রমোহন, আদর্শ ধনীসন্তান ছিলেন। এরূপ সামাজিক, সহৃদয়, সৎকর্শে উৎসাহশীল, বিস্তোৎসাহী छौगोब्र बलप्नम्भ भूत कशहे ন্ধিয়াছেন। রাজারে তাহার মত সন্মানিত ব্যক্তি, তারার সময়ে খুব কমই ছিল। বদীয় বিধবাদের দুঃখ দূরীকরণার্থে, মহারাজ যতীন্দ্রমোহন এক লক্ষ টাকা দান করিয়া গিয়াছেন। ইহার কাশীর দেবালয়ে, মুলাজোড়ের মন্দিরে, নিত্য সদাত্রতের অনুষ্ঠান হয়। মহারাজা যতীন্দ্রমোহন আজীবন হিন্দুধৰ্খাস্তুরাগী ছিলেন। তাহার পাথুরিয়াঘাটার রাজবাটীতে, আজও মহা সমারোহে শারদীয়া-পূজা হইয়া থাকে। স্বৰ্গীয় মহারাজা বাহাদুর, বঙ্গসাহিত্যের একজন উৎসাহদাতা ছিলেন। তিনি নিজে অনেকগুলি সংস্কৃত পুস্তক, বাঙ্গল কবিতা-পুস্তক, নাটক ও প্রহসনাদি রচনা করিয়া গিয়াছেন। বর্তমান নাট্যশালার প্রথম প্রাণপ্রতিষ্ঠা ইহারই যৌবন সময়ে হয়। অতুল সম্পত্তির অধিকারী হইয়াও তিনি আজীবন সাহিত্য, সঙ্গীত ও নানাবিধ সৎকাৰ্য্য অনুষ্ঠানে জীবন কাটাইয়া গিয়াছেন। কলিকাতার জায়সভার সভাপতিরূপে, ইনি দক্ষতার সহিত বহুদিন কাৰ্য্য পরিচালনা করিয়াছিলেন। মহারাজের পারিবারিক স্ববৃহৎ পুস্তকাগারট, তাহার জ্ঞানালোচনায় কীর্তিরূপে আজও বর্তমান। বড়-লাট, ছোট-লাট হইতে অনেক গণ্যমান্ত রাজা মহারাজাগণ, যতীন্দ্রমোহনের প্রাসাদে আতিথ্য স্বীকার করিয়া, তাহাকে সন্মানিত করিয়া গিয়াছেন। বঙ্গের কবিকুলতিলক মাইকেল মধুসূদন, মহারাজের নিকট হইতে সৰ্ব্বরিষয়ে ৰণেই সাহায্য পাইয়াছিলেন। তাহার তিলোত্তমাসম্ভব কাব্যের যুদ্রাহ্মণবায়, মহারাজা যতীন্দ্রমোহনই প্রদান করেন । মহারাজা স্যর প্রদোৎকুমার ঠাকুর বাহাস্থর, বর্তমানে স্বৰ্গীয় মহারাজ যতীন্দ্রমোহনের উত্তরাধিকারীরূপে বিরাজ করিতেছেন। বয়সে দীন হইলেও, ইনি পিতার বিবিধ সদগুণ সমূহের উত্তরাধিকারী श्ब्रांदरून । ইস্থার স্বৰ্গীয় পিতৃদেবের মত, ইনিও রাজারে যথেষ্ট সম্মানলাভ कब्रिग्रांटझ्न । পরলোকগত সম্রাট সপ্তম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে, মুহারাজ প্রদোৎকুমার বাহাদুর, কলিকাতাবাসিগণের প্রতিনিধিরূপে গবর্ণমেন্ট কর্তৃক निर्रुीतिंउ शहेब, हेरण८७ श्रृंगम कटबन ७ उषाग्र बरषटे गचीन नाङ করেন । ইটালিতে ভ্রমণ কালে ইনি ইউরোপের মহা সন্মানিত পোগের $