পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇe 'సి কলিকাতা সেকালের ও একালের । নিকট যথেষ্ট সমাদৃত হইয়াছিলেন। গ্রিন্স-অব-ওয়েলুস যখন কলিকাতা পরিদর্শনে আগমন করেন, সেই সময়ে মহারাজ প্রদ্যোৎকুমার, তাহার অভ্যর্থনা-সমিতির সম্পাদকের কার্য্য করিয়াছিলেন। কলিকাত ত্যাগ সময়ে, সম্রাটুপুত্র ইহাকে “স্যর” বা “নাইট” উপাধি-মণ্ডিত করিয়া যান। ব্রিটিশ-ইণ্ডিয়ান-এসোসিয়েসনের সম্পাদকতা কার্ষ্যে নিযুক্ত থাকিয়, ইনি দেশের অনেক হিতসাধন করিয়াছেন। ভিকৃটোরিয়া মেমোরিয়েল-হল, ও ইণ্ডিয়ান-মিউজিয়ামের ইনি একজন ট্রষ্টী। সৰ্ব্ববিধ সাধারণ হিতকর কার্য্যের অনুষ্ঠানে ও এতৎসম্বন্ধীয় সভা-সমিতিতে মঙ্গরাঞ্জ স্তর প্রদোৎকুমার বাহাদুরের গভীর সহানুভূতি দেখা যায়। ১৮০৮ হইতে ১৯০৯ খ্ৰীঃ অদ পৰ্ব্বাস্তু, ইনি কলিকাতার সেরিক্ষের পদে কাৰ্য্য করেন। ১৯১০ খ্ৰীঃ আৰে বল্লীয়-ব্যবস্থাপক সভায় প্রবেশলাভ করেন । আমাদের গৌরবান্বিত, রাঙ্গরাজেশ্বর, ভারতসম্রাটু পঞ্চম জর্জের কলিকাতায় শুভাগমম সময়ে, মহারাজ প্রদোৎকুমার, অভ্যর্থনা-সমিতির সম্পাদকরূপে কাৰ্য্য করিয়াছিলেন । এই শুভাগমনের স্মৃতিচিহ্ন স্বরূপ, ভারতসম্রাটু, মহারাজ বাহাদুরকে নিজের নামাঙ্কিত স্বর্ণমণ্ডিত একগাছি বহুমূল্য ছড়ি উপহার দেন। রাজা স্যর সৌরীন্দ্রমোহন ঠাকুয়, হরকুমারের কনিষ্ঠ পুত্র ও স্বৰ্গীর মহারাজ যতীন্দ্রমোহনের সহোদর । ইনি “ছোটরাজা” বলিয়া সাধারণে পরিচিত ছিলেন। ১৮৪০ খ্ৰীঃ ইহার জন্ম হয় । ১৯১৫ খ্ৰীঃ অবো ইহার দেহান্ত ঘটে। হিন্দুসঙ্গীত শাস্ত্রে ইহঁর আজীবন অমুরাগ ছিল। রাজা সৌরীন্দ্রমোহন, আজীবনব্যাপী চেষ্টা করিয়া নানাবিধ পুস্তকাদি প্রণয়ণে, হিন্দু-সঙ্গীতশাস্ত্রের প্রাধান্স প্রমাণ করিয়া গিয়াছেন। ইহঁার এই সাধু উদ্দেশ্বের পুরস্কার স্বরূপ, ইনি সভ্যজগতের রাজন্তবর্গের ও অনেক বৈজ্ঞানিক-সমিতির নিকট উপাধি-সন্মান লাভ করিয়াছিলেন। ১৮৭৫ খ্ৰীঃ অৰে, ইনি আমেরিকার ফিলাডেলফিয়া ও ১৮৯৬ খ্ৰীঃ অঙ্গে অক্সফোর্ড ইউনিভাসিট হইতে “ডক্টর-অকমিউজিক" নামক গৌরবজনক উপাধি লাভ করেন। এ পর্য্যন্ত কোন ভারতবাসীই এ উপাধি লাভ করিতে পারেন নাই। এতদ্ভিদ তিনি ইউরোপের অনেক স্বাধীন রাজন্তবর্গের নিকট, এই সঙ্গীতবিজ্ঞান চর্চার জন্য, সম্মানসূচক উপাধি লাভ করিয়াছিলেন। যন্ত্ৰক্ষেত্র-দীপিকা, ছয় রাগের জীবস্তু-মুষ্টি, রক্ষাবিষ্কার-বৃন্দক अछूछि ९० थानि जत्रेौठ भाग्न नक्कैब्र अश्, ऐशंग्न cगोब्रवभग्न कौéि । -