পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। ১০১৭ জয়রামের দ্বিতীয় পুত্র দর্পনারায়ণের বংশের কথা আমরা ইতিপূৰ্ব্বে বলিয়াছি, এক্ষণে উtহার তৃতীয় পুত্র নীলমণি ঠাকুরের কথাই বলির + " ভ্ৰাতৃবিৰাদ, বঙ্গসংসারে চিরদিনই আছে,—সেকালেও ছিল। এই ভ্রাতুর বিবাদে নীলমণি ঠাকুর পৈত্রিক আবাস স্থান ত্যাগ কুরিয়া ষোড়াসাঁকোত্ত্বে বাস করেন। সেকালের কলিকাতার সুবিখ্যাত বৈষ্ণবচরণ৯শেঠ, নীলমণি ঠাকুরকে বসবাসের জন্য যে জমীবিক্রয় করেন, তাহার কতকাংশের উপরই এই আবাস বাট নিৰ্ম্মিত হয় । o নীলমণি ঠাকুর কোম্পানীর অধীনে সেরেস্তাদারী কর্থে প্রচুর বিত্ত সঞ্চয় করেন। নীলমণি ঠাকুরের পাচ পুত্র হয়। তাহীদের মধ্যে প্রথম ও পঞ্চম নিঃসন্তান। তৃতীয় রামমণির .তিন পুত্র। তাছাদের নাম রাধানাথ, দ্বারকানাথ ও রমানাথ । মহারাজা রমানাথ ঠাকুর, প্রথমে ইউনিয়ান-ব্যাঙ্কের দেওয়ানরূপে কাৰ্য্য করেন। রাজ রামমোহন রায়ের ইনিও একজন পৃষ্ঠপোষক ছিলেন । ব্রিটিশ-ইণ্ডিয়ান-সভ স্থাপনের ইনি একজন প্রধান উদ্যোগী এবং দশ বৎসর কাল তাহার সভাপতিত্ব করেন। প্রসন্নকুমার ঠাকুরের সহায়তায়, ইনি বহুদিন ধরিয়া “ইণ্ডিয়ান-রিফরমার" পত্রিক সম্পাদন করিয়াছিলেন। ১৮৬৬ খৃঃ অব্দে ইনি বঙ্গীয় ব্যবস্থাপক সভাৱ সদস্যপদে নিযুক্ত হন। রমানাথ ঠাকুর নিজে একজন জমাদার হইলেও প্রজার সত্ত্ব সংরক্ষণে, তিনি প্রভুত যশঃ সঞ্চয় করেন। ১৮৭০ খ্ৰীঃ অব্দে রমনাথ ঠাকুর বড়লাটের ব্যবস্থাপক সভার সভ্য হন। ১৮৭৭ খ্ৰীঃ অব্দে “মহারাজা” উপাধি লাভ করেন। ভারতের তদানীন্তন বড়লাট লর্ড নর্থব্রুক অনেক রাজনৈতিক ব্যাপারে, রমানাথ ঠাকুরের পরামর্শ গ্রহণ করিতেন। ১৮৭৭ খ্ৰীঃ অব্দে মহারাজ রমানাথ ঠাকুর পরলোক গমন কয়েন। ১৭৯৪ খৃঃ অব্দে লর্ড কর্ণওয়াসিলের আমলে, দ্বারকানাথের জন্ম হয় । দ্বারকানাথ পারলী-ভাষায় বেশ বুৎপত্তি লাভ করিয়াছিলেন। সেকালের সুবিখ্যাত সেরবোরন সাহেবেয় বিদ্যালয়ে, তাহার প্রথম শিক্ষা সমাপ্ত হয়। দ্বারকানাথের জ্যেষ্ঠ, রাধানাথ বিদেশে চাকরী করিতেন। দ্বারকনাথ বিষয় কৰ্ম্ম খুব ভালরূপই বুঝিতেন, কাজেই পৈত্রিক জমীদারীর ভার তাহার উপরই পড়ে। . . . দ্বারকানাথের প্রতিভা সৰ্ব্ববিষয়িণী। তিনি আইন পাশ করিয়া, প্রথমতঃ মোক্তারের কার্য আরম্ভ করেন। স্বাড়াবিক প্রতিভাৰলে, তিনি বাণিজ্য •