পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ०२९ কলিকাতা সেকালের ও একালের । লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডফারিন, লর্ড ল্যান্সডাউন, লর্ড এলগিন, লর্ড কৰ্দ্ধন, লর্ড মিন্টে ভারত-সাম্রাজ্যের রাজ-প্রতিনিধি বা ভাইসরয়ের কাজ করিয়া গিয়াছেন। বর্তমানে স্বনামখ্যাত লর্ড হার্ডিঞ্জ মহোদয় আমাদের রাজপ্রতিনিধি বা ভাইসরয় । তাহার ন্যায় সমদৰ্শী, রাজনীতিশাস্ত্রাভিজ্ঞ, প্রতিভাবান, সঙ্গদয় ও প্রজার প্রতি সমবেদনাপূর্ণ শাসনকর্তা, খুব কমই এদেশে আসিয়াছেন । ভারতীয় প্রজাপুঞ্জের হিত সাধনাৰ্থে তিনি যেরূপ আত্মত্যাগ ও মহত্ত্ব দেখাইয়াছেন, তাহা ভারতবাসীকে চিরদিন তাহার গুণাকুরক্ত করিয়া রাখিবে। সমগ্র বঙ্গদেশকে একজন গবর্ণরের শাসনাধীনে আনিয়া ও বিভক্ত বঙ্গের সন্মিলনসাধন করিয়া, তিনি বঙ্গবাসীকে চির কৃতজ্ঞত পাশে আবদ্ধ করিয়াছেন । লর্ড কর্জন যখন এদেশের রাজপ্রতিনিধি, সেই সময়ে ভারতবাসীকে কাদাইয়া, মহারাণী ভিকৃটোরিয়া দেবলোকে প্রস্থান করেন । গাতৃপ্রতিম মহারাণীর শোকে সমগ্র ভারত, গভীর শোকাচ্ছন্ন হয়। সেই পবিত্র মৃত্যুর স্মরণার্থে, কলিকাতা গড়ের মাঠে যে বিরাট শোক-সভার অনুষ্ঠান হষ্টয়ছিল, তাহার স্মৃতি, আমরা জীবনে ভুলিতে পারিব না । মহারাণীর স্বৰ্গলাভের পর, তাহার সর্বগুণান্বিত জ্যেষ্ঠপুত্র, অামাদের গৌরবান্বিত ভারতসম্রাট সপ্তম এডওয়ার্ড, সিংহাসনে অধিরোহণ করেন । বিবিধ সদগুণশালিনী মাতার, সমস্ত মহৎ গুণের তিনি অধিকারী হইয়াছিলেন, এজন্য ভারতবাসীগণ র্তাহার রাজত্বকালে যথেষ্ট মুখ সম্ভোগ করে । সম্রাট সপ্তম এডওয়ার্ডের মত শান্তিপ্রিয়, উদারপ্রাণ সম্রাট এ জগতের কোন দেশের সিংহাসন সমলস্কৃত করেন নাই। ভারতবাসীকে তিনি বড়ই স্নেহের চক্ষে দেখিতেন। কিন্তু আমাদের বড়ই -দুর্ভাগ্য, যে এইরূপ উদারচরিত পিতৃপ্রতিম রাজ্যেশ্বরের স্নেহ হইতে আমরা অকালে বঞ্চিত হইয়াছিলাম। সম্রাট সপ্তম এডওয়ার্ড সিংহাসনে প্রথম আরোহণ করিবার দিনে; এই প্রার্থনা করেন— “হে দয়াময় বিধাতা! আমায় শক্তি দিন, ক্ষমতা দিন—যেন আমি প্রঞ্জার হিতসাধন করিতে পারি।” কিন্তু অধিক দিন তিনি ইংলণ্ডের চিরগৌরবান্বিত রাজ-সিংহাসনে অধিষ্ঠিত থাকিতে পারেন নাই। তাহার অকালমৃত্যুতে আবার ভারতে শোকের ক্ৰন্দন জাগিয়া উঠে। কিন্তু জগতে চিরদিন শোকের দিন থাকে না । সমগ্র ভারত সাম্রাজ্যে