পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

beg কলিকাতা সেকালের ও একালের । বসুর ও শাস্ত্রী মহাশয়ের প্রতাপাদিত্য না থাকিত, তাহা হইলে প্রতাপের স্মৃতি এতদিন বঙ্গ হইতে বিলুপ্ত হইয়া যাইত। 卷 : প্রতাপাদিত্যের পিতা,বিক্রমাদিত্যের ভাগ্য-পরিবর্তন কিরূপে হয়, কিজঙ্গ গৌড়-সম্রাট দায়ুদ, তাহার উপর এত অনুরক্ত হন, সে সম্বন্ধে একটা কিম্বদন্তী মুসলমান ইতিহাস-লেখকেরা বলিয়া গিয়াছেন। তাহারা বলেন-দাযুদের শ্ৰীধর (শ্ৰীহরি ) বলিয়া, একজন উচ্চপদস্থ বিশ্বাসী মন্ত্রী ছিলেন। দায়ুদের প্রধান সচিব, আমীর-উল-উমরা লোদী থা। আর ইউসফ গৌড়েশ্বরের ভ্ৰাতপত্র। ইউসফ—লোদী খাঁর কন্যাকে বিবাহ করিয়াছিলেন। দায়ু, ইউ কক গোপনে হত্যা করেন। লোদি খ–এই বিপত্তিতে গৌড় ত্যাগ করিয়া, জৌনপুরের মোগল-শাসনকৰ্ত্তা, মুনাইম খাঁর আশ্রয় লয়েন । কিন্তু সেখানে সুবিধা না হওয়ায় ও র্তাহার বন্ধুগণ-শ্ৰীহরি, জালাল খী ও কালাপাহাড়, তাহাকে পরিত্যাগ করিতেছেন দেখিয়া, লোদি থা— সাহাবাদের রোটাসগড়ে আশ্রয় লক্সেন । দায়ুদ খা, নানাবিধ কৌশলবিলম্বনে, লোদীর্থীকে গৌড়ে আনয়ন করিয়া বন্দী করেন। বন্দীর রক্ষার ভার, তাহার প্রধান অমাতা শ্রীহরির উপর দেন। শ্ৰীহরিও কতলুর্থার পরামর্শে, দায়ুদ-—পরাক্রাস্ত লোদী থাকে-হত্য করিয়া নিষ্কণ্টক হন । ইহার পর শ্ৰীহরি * বিক্রমজিৎ (বিক্রমাদিত্য ) উপাধি ও যশোরের জমীদারী প্রাপ্ত হন। প্রতাপাদিত্য সম্বন্ধে, একজন ইংরাজ-লেখক যাহা লিথিয়াছেন—তাহার মৰ্ম্মাতুবাদ আমরা নিম্নে দিতেছি । তিনি বলেন—“প্রতাপাদিত্য প্রথম প্রথম ক্রমশঃ উন্নতির স্তরে উঠিতেছিলেন । র্তাহার সময়ে, যশোহর বহু হৰ্ম্ম্যমালায় বিভূষিত হয়। নানাস্থানে জঙ্গল কাটাইয়া, তিনি পথঘাট, নিৰ্ম্মাণ করিয়া দেন । দীর্ঘিকা-থনন, জলাশয়-প্রতিষ্ঠা—দেবমন্দির ও অতিথিশালা নিৰ্ম্মাণ ইত্যাদি, প্রজাহিতকর অনেক কাৰ্য্য তাহার দ্বারা অতুষ্ঠিত হয়। দিন দিন তাহার রাজ্যের সীমা বৃদ্ধি হইতে লাগিল। পাশ্ববৰ্ত্তী রাজাদের, রাজ্য তিনি বাহুবলে করায়ত্ত্ব করিতে লাগিলেন। ক্রমে তিনি, তাহার পাশ্ববৰ্ত্তী সমস্ত ভূভাগের একচ্ছত্র অধীশ্বরত্ব লাভ করিলেন । এমন কি, দিল্লীর বাদসাহকেও অগ্রাহ করিয়া, তিনি তাহার বিরুদ্ধে যুদ্ধ-শোষণ করিয়াছিলেন। এইরূপ

  • Akbarnama. Elliot's History of India vi 41. onton airfish to So" Hari (সৈয়দ ছুরি) লিখিত হইয়াছে। হরিকে ঐধর বাঙ্গালী" বলিয়। মুসলমান গ্রন্থকার" একটু গোলমল কপ্লিয়। ফেলিয়াছেন।