পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిః কলিকাতা সেকালের ও একালের । সহজেই তাহাকে বিধ্বস্ত ও করতলগত করেন। ইহার পর মানসিংহের দুই শ্ৰীপুরের উপর পড়িল । ● মানসিংহ—সসৈন্তে শ্ৰীপুরের সন্নিহিত হইয়া, রাজা কেদাররায়ের নিকট এক দূত-প্রেরণ করিলেন। এই দূতের হস্তে তরবারি ও শৃঙ্খল প্রদান করিয়া বলিয়া দেওয়া হইল—“যদি কেদাররায় শৃঙ্খল গ্রহণ করিয়া, বাদসাহের আনুগত্য স্বীকার করেন, তবে তদ্বিরুদ্ধে কোন কাৰ্য্য করা হইবে না। অন্যথা তরবারি গ্রহণ করিয়া, যদি শক্রভাব প্রকাশ করেন—তাহা হইলে যুদ্ধ করিয়া তাহাকে বিনাশ করা হইবে ” এই সঙ্গে একখানি পত্রও প্রেরিত হয়। দূত, মানসিংহ-প্রেরিত তরকারি এবং ঐ লিপিখানি কেদাররায়ের হস্তে দিল । কেদাররায় প্রথমে মানসিংহ প্রদত্ত লিপি পাঠ করিলেন । পত্রে লেথা ছিল – - • ত্রিপুর মঘ বাঙ্গালী, কাক-কুলী চাকালী । সকল পুরুষ মেতৎ, ভাগ যাও পালায়ী ॥ হয়-গজ-নর-নৌকা কম্পিত ৰঙ্গভূমি । বিষম সমর সিংহোমপনসিংহঃ প্রাতি ॥ কেদাররায় এই পত্র পাঠাস্তে-অসিগ্রহণ করিয়া, দূতকে ৰলিলেন— “তোমার প্রভূ মহারাজা মানসিংহকে বলিও, আমি তাহার প্রেরিত, তরবারিই গ্রহণ করিলাম। তাহীর যতদূর ক্ষমতা থাকে, তাহা প্রয়োগ কল্লিতে তিনি যেন কুষ্ঠিত না হন । হয়-তাহার অন্ত্রাঘাতে, অামার মস্তক দেহবিছিন্ন হইবে, নতুবা তৎপ্রদত্ত এই অনির আঘাতে-ৰ্তাঙ্গারই মস্তক দেহবিচ্যুত হইয়া, এই যুদ্ধের অবসান হইবে।” কেদাররা উক্ত পুত্রাংশের উত্তরে, যে শ্লোকটী মানসিংহের নিকট প্রেরণ করেন, তাহাও আমরা আনন্দ বাবুর প্রবন্ধ হইতে গ্রহণ করিলাম । কেদাররায়ের উত্তর এই— ভিনত্তি নিত্যং করিরাজ-কুম্ভ । - বিভক্টি বেগং পবনাতিরেকং ॥ করোতি বাসং গিরিরাজ শৃঙ্গে । তথাপি সিংহ পশুরেব নানা: , মানসিংহ কেদার-রায়ের এই দম্ভ-সূচক লিপি পাইয়া, সৈন্যগণকে স্ত্রপুর রাজধানী আক্রমণ করিতে আদেশ করিলেন। মোগল সৈন্য পদপালের মত, শ্রীপুরের চারিদিক ঘিরিয়া ফেলিল ।