পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

be 8 কলিকাতা সেকালের ও একালের দৃষ্ট হইয়া থাকে। লক্ষ্মীকান্ত-পুত্র গৌরহরি মজুমদারকে, জমীদারীর উত্তর। ধিকার দান করিয়া, আশী বৎসর বয়সে পরলোক গমন করেন। গৌরহরি ও তাছার পুত্ৰ শ্ৰীমন্তও, সম্রাট-প্রদত্ত পরগণাসমূহ সম্পূর্ণরূপে আয়ত্তাধীন করিতে সমর্থ হন নাই। গৌরহরি-প্রাপ্ত জাইগীরের রাজস্ব আদায়ের সুবিধার জন্য, গোপালপুর ইষ্টতে বৰ্ত্তমান দমদমার নিকটবৰ্ত্তা, নিমত বিরাট গ্রামে বাসস্থান নিৰ্ম্মাণ করেন। - ইহার মধ্যবর্তী সময়ে, লক্ষ্মীকান্তের বংশধর-গণের আর কোন প্রয়োজনীয় বিবরণ পাওরা যায় না । ১৭২২ খ্ৰীঃ অব্দে, নবাব মুরশীদ-কুলী-খণ বাঙ্গালার নূতন রাজস্ব বন্দোবস্ত করেন। এই সময়ে, সুবে-বাঙ্গালীর অন্তর্গত র্তাহার অধিকৃত স্থান সমূহ, তেরট চাকুলা ও বহু পরগণায় বিভক্ত হয়। প্রত্যেক চালায়/ রাজস্ব আদায়ের জন্য, এক একজন রাজ-কৰ্ম্মচারী, নবাব সরকার হইতে নিযুক্ত হন। চাকলার কৰ্ম্মচারীরা, প্রজাদিগের নিকট রাজস্ব সংগ্ৰহ করিতেন। মোগল-সুবাদার-চাকলার কৰ্ম্মচারীগণের নিকট হইতে বাদসাহী-রাজস্ব বুঝিয়া লইতেন। এই সময়ে, শ্ৰীমন্তের পুত্র ও লক্ষ্মীকাস্তের প্রপৌত্র, কেশব মজুমদার বাঙ্গালার দক্ষিণ চাকলার রাজস্ব আদায়ের কৰ্ম্মচারী নিযুক্ত হয়েন। তিনি নবাব সরকার হইতে রায়চৌধুরী উপাধি প্রাপ্ত হন। ইহার কিছু পূৰ্ব্বে অর্থাৎ ১৭০০ খ্ৰীঃ অব্দে, বাদসহ আলমগীরের (ঔরঙ্গজেব ) পৌত্র, মুলতান আজিম ওসানের বাঙ্গালা শাসন সময়ে, ইংরাজের সুতানুটী, কলিকাতা ও গোবিন্দপুর ইত্যাদি গ্রামত্রয়, সুবাদারের নিকট হইতে ষোল হাজার টাকায় ক্রয় করেন। এই গ্রামত্রয়ের জন্য ইংরাজ কোম্পানীকে নবাব সরকারে নিয়মিত বাৎসরিক খাজনা দিতে হইত। কেশব রায়ের জমীদারীর মধ্যে তিনটী গ্রাম, ইংরাজদের হস্তগত হওয়ায় দক্ষিণ অঞ্চলের জমীদারী তত্ত্বাবধারণ সম্বন্ধে, রায়মহাশয় নানা অসুবিধা ভোগ করিতে থাকেন। এদিকে ১৭১৬ অব্দে হামিণ্টন নামক একজন ইংরাজ চিকিৎসক, দিল্লীর সম্রাট ফেরোকসিয়ারের পীড়া আরোগ্য করিয়া, কলিকাতার নিকটবৰ্ত্তী ৩৭টা মৌজা ক্রয় করিবার অনুমতি প্রাপ্ত হন । ইংরাজের এই জমীলাভের সনদ প্রাপ্ত হইলে, নবাব মুরশীদকুলী খাঁ অতিশয় ক্ষুন্ন হন এবং কলিকাতার সমীপস্থ পরগণার, জমাদারগণ অর্থাৎ যাহার রাজস্ব আদায়ের কৰ্ম্মচারী ছিলেন–র্তাহীদের গোপনে নিষেধ করিয়৷ দেন—“তোমর। কেহই ভবিষ্যতে ইংরাজ-কোম্পানীকে জমী বিক্রয় করিওনা ৷" এই সময়ে কেশব