পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। > eసి বটের বন-জঙ্গলাদি-পূর্ণ নিভৃত স্থানে,সেই কৃষ্ণবর্ণ প্রস্তরখণ্ড আনিয়া লুকাইয়। রাখেন। সে সময়ে কালীঘাটের নিকটবৰ্ত্তী স্থানগুলি, গভীর বন-জঙ্গলে সমাবৃত ছিল। এই নিভৃত জঙ্গলমধ্যে, তৃণ-কাষ্ঠাদি দ্বারা—এক ক্ষুদ্র কুটার নিৰ্ম্মাণ করিয়া, তাহারা কালীর পূজা করিতেন। বাহিরের অতি অল্প লোকেই তখন এই কালী-মূৰ্ত্তির সন্ধান জানিত । অপর কিম্বদন্তী এই--ভবানী নামক জনৈক ব্রাহ্মণ, শাখা বিক্রয় করিয়া প্লবিক-নিৰ্বাহ করিতেন। একদিন তিনি শাখা বিক্রয় করিবার জন্য, গঙ্গীর দিয়া যাইতেছিলেন। এক সধবা ব্রাহ্মণী, সহসা তাহার সম্মুখীন ইষ্টয়া--শাখা পরিতে চাহিলেন । শাখা-বিক্রেতা ব্রাহ্মণ, তাহাকে পূর্বোক্ত কালীকুণ্ড তীরে শাখা পরাইয়া দেন। শাখা পরাণ শেষ হইলে, ব্রাহ্মণ শাখার মূল চাহিলেন । ব্রাহ্মণী--"স্নান করিয়া আসিয়া মূল্য দিব”—এইকথা বলিয়া, কালীকুণ্ড-হ্রদে নিমজ্জিত হইলেন। স্ত্রীলোকটী হয়তঃ দৈব-দুর্ঘটনা বশে জলমগ্ন হইল ভাবিয়া--ব্রাহ্মণ তাড়াতাড়ি জলে নামিতে যাইতেছেন, এমন সময় —সেই জলনিমজ্জিতা ব্রাহ্মণী, সলিলমধ্য হইতে, সেই শাখাপরাহাত দুইখানি তুলিয়া, তাহাকে আশীৰ্বাদ করিলেন। তখনই আকাশবাণীতে সেই ব্রাহ্মণের প্রতি, দেবীর প্রত্যাদেশ হইল— “বংস ! আমি কালিকা। তুমি এই কালীকুও তীরে আমার পূজা প্রচলিত কর । তোমার গৃহে—অমুক স্থানে, আমি একটি কৌটার মধ্যে আছি । গৃহে গিয়া আমাকে দর্শন করিও।” ' ব্রাহ্মণ—দ্রুতপদে, বিস্ময়-বিমুগ্ধচিত্তে,কম্পিত-কলেবরে,গৃহে গিয়া দৈববাণী নিদিষ্টস্থানে, সেই কৌটাট পাইলেন। সেই কৌটাটা খুলিবামাত্রইশতস্মর্য্যের ন্যায়, জ্যোতি: বাহির হওয়ায়, ব্রাহ্মণ ভয়-চকিত ও বিস্ময়-বিমুগ্ধ হইয়া পড়িলেন। সেই আকস্মিক ভয়-সপ্পণত মোহ অপহৃত হইলে—ব্রাহ্মণ দেখিলেন, যাহা হইতে এই অপুৰ্ব্ব জ্যোতি নির্গত হইতেছে, তাহLপাষাণময়ী পদাঙ্গুলি মাত্র । উহা মস্তকে ধারণ করিয়া, কুগুতীরে আসিয়া, ব্রাহ্মণ মুখমণ্ডল 23경 হন। এই প্রস্তরময় মুখমণ্ডল সেই স্থানে স্থাপিত করিয়া, তিনি কালীর পূজা প্রবর্তন করেন। ইহা হইতেই--কালীঘাটের কালীমূৰ্ত্তির প্রকাশ । আর একটা কিম্বদন্তী এই--যে এক ব্রাহ্মণ, গঙ্গাতীরে সন্ধ্য-বন্দনাদি শেষ করিয়া গৃহে ফিরিবার সময়, বনমধ্যে একটা অপুৰ্ব্ব আলোকচ্ছটা দেখিয়া, তাহার অতুসরণ করেন । এইরূপু ভাবে অনুসরণ করিতে করিতে, তিনি বর্তমান কালীকুণ্ডের নিকট উপস্থিত হন। কালীকুণ্ড-তীরে, কালীর মুখ