পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। >')సి _পূৰ্ব্বে বলিয়াছি, যশোহরের রাজা বসন্তরায়, ভুবনেশ্বর ব্রহ্মচারীর শিষ্য ছিলেন। ভূবনেশ্বরের সময়ে, কালীঘাট অতি সামান্ত অবস্থায় ছিল। রাজা বসন্তরায়—কালীর পর্ণকুটার ভাঙ্গিয়া, এক স্বীণ করিয়া দেন। তাহার পর বর্তমান মন্দিনের প্র’ উমান মন্দির বড়িশার জমিদার, সন্তোষরায়ের আমলে সামুণ্ড পূৰ্ব্বে বলিয়াছি কন্তরায়ের_সময়ে কালীঘাট_প্রদেশ, শোরের জমিদারীভুক্ত ছিল। কিন্তু রাজা বসন্তুরায়, কালীর সেবার জন্য, কোনরূপ ভূমিদান ব্যবস্থা করিয়াছিলেন কি না–তাহার কোন প্রমাণই নাই । কালীক্ষেত্র-দীপিকাকারের মতে-—“এ সময়ে কালীঘাটের অবস্থা অতি সমান্য ছিল। কালীর ক্ষুদ্র মন্দির ব্যতীত, এখানে আর কোন ইষ্টকনিৰ্ম্মিত গুহাদি ছিল না । চতুস্পাশে বন —আর মধ্যে মধ্যে, দুই চারিট পর্ণস্টর। ব্রহ্মচারিগণের শিষ্যাদি হইতে প্রাপ্ত--অর্থ এবং ভূমির উৎপন্ন ফল মূল ও শস্যাদি ব্যতীত, কালীর আর কোন কিছুই আয় ছিল না। এই ষোড়শ শতাব্দীতে, কালীঘাট যদি অধিকতর উন্নত অবস্থায় উপনীত হইত—অধিকতর সমৃদ্ধিশালী হইত--তাহা হইলে নিশ্চয়ই, ইহা হিন্দুধৰ্ম্ম-দ্বেষী কাল-পাহাড়ের বু-দৃষ্টি এড়াইতে পারিত না। ! ভূবনেশ্বর ব্রহ্মচারী, কালীদেবীর এই ক্ষুদ্রমন্দির মধ্যে—অনেকগুলি শালগ্রাম শিলা সংগ্ৰহ করিয়া রাখেন। সেগুলি আজও মায়ের মন্দির মধ্যে বর্তমান। ইহা হইতে প্রমাণ হয়, ভুবনেশ্বর শক্তি-মন্ত্রোপাসক হইলেও, তান্ত্রিক কাপালিকদের মত-বিষ্ণু-দ্বেষী ছিলেন না। ভূলেশ্বরের এই একমাত্র কন্যা ব্যতীত, আর কোন পুত্র-সন্তানাদি ছিল না। এই সময়ে কালীঘাটের আয় দিনে দিনে বৃদ্ধি পাইতেছিল, এজন্য তাহার জামাতা ভবানীদাস, কালীঘাটে বাস করিবার সঙ্কল্প করেন। কালীঘাটে, ভবানীর—রাঘবেন্দ্র নামে এক পুত্র হয় ও পূর্ব-পরিণীত স্ত্রীর গর্তে, যাদবেন্দ্র ও রাজেন্দ্র নামে দুই পুত্র জন্মিয়াছিল। ভুবনেশ্বরের লোকগম্ভর প্রাপ্তি-হইলে, ভবানীদাস—শ্বশুরের স্থানে কালীর সেবায়েত ও অধিকারী চব্বিশ বৎসর শেষ যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিল। সন্ন্যাস। শ্ৰীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতী . অষ্ট চল্লিশ বৎসর প্রকট রিহরি, চৌদশত সাত শকে জন্মের প্রমাণ চৌদিশত পঞ্চান্ন হইল। অন্তধ্যান। (চৈতন্যচরিতামৃত)