পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ কলিকাতা সেকালের ও একালের । কালীর সেবায়েত হালদার-মহাশয়গণের বংশবৃক্ষ । কুরাই মেলের কাশুপ গোত্রীয় চণ্ডীবুর চক্রবর্তী (তপস্বী) পৰ্বীধর (শাণ্ডিলা গোত্রীয়) ཙཱ་ཐ་ཞན་ ব্ৰহ্মচারী ( কালীঘাট) | ਵੰਸ਼ (পৃথ্বীধর } छूवएनत्रज्ञ (कना) (পুত্র) ( ভবানীদাসের দ্বিতীয়পক্ষের পত্নী) | ੋ ( গোবিন্দপুরে বাস করেন ) ཐཱ།”“ཤ་ (কালীঘাটে বাস করেন) ौशांt; - - | রামকৃষ্ণ (কালীঘাট) ਗਾਂ ੋਜ ਾਂ রামশরণ ( কালীঘাট ) ( গোবিন্দপুর ) ( কালীঘাট ) ( গোবিন্দপুর) পদ্মণত রামবল্লভ ( কালীঘাট ) বিশ্বলাল ( পুত্র ) গোকুল হালদার ( পুত্র ) | | জয়দেব হালদার চন্দ্রশেখর হালদার কেশবরায় কি উদেশ্বা, বড়িশাগ্রামে আগমন করেন, তাহা আমরা পূৰ্ব্বেই বলিয়াছি। যথাস্থানে, আমরা সাবর্ণি-চৌধুরীদেরও একটা বংশবৃক্ষ প্রদান করিলাম। ইহা হইতে পাঠক দেখিতে পাইবেন, কেশবরায়ের পচ পুত্র জন্মে। তাহার চতুর্থ পুত্র শিবদেবই, তাহদের মধ্যে সৰ্ব্বাপেক্ষা বুদ্ধিমান ও দানশীল ছিলেন। তখন এ অঞ্চলে তাহার ন্যায়, বলীয়ান ব্যক্তি খুব কম ছিল। তিনি ভীমের ন্যায় আহার করিতে পারিতেন। আর এই প্রচুর আহারের ফলেই, তিনি নবাব আলিবদীখণর নিকট আবজাখালী-মহল “খোরাকী-মহল"রূপে পুরস্কার প্রাপ্ত হইয়াছিলেন।* স্বৰ্য্য বাবুর নিকট ঋণী। তিনি এই সমস্ত প্রাচীন বিবরণ সংগ্ৰছ করিয়া না রাখিলে, এতদিনে ইহা হয়ত বিস্মৃতি-গর্ডে নিমজ্জিত হইত। উল্লিখিত বংশাবলী হুইস্তে, স্পষ্টই প্রমাণিত হয় . ভুবনেশ্বর ব্রহ্মচারী ও র্তাহার দৌহিত্রবংশ হইতেই-কালীদেবীর নিয়মিত সেবা আরম্ভ হয়। উাহার উত্তরাধিকারীর-জ্ঞাতিবিবাদে, কালীঘাট হইতে ভবানীপুর ও সেকালের গোবিন্দপুর বসবাস করেন। ছালদারদের স্বত্বেই, ইহঁদের আত্মীয়-কুটুম্বগণ ভবানীপুর কালীঘাট,ং গোবিন্দপুরে বসবাস করিয়া, এই সকল স্থানে ব্রাহ্মণ অধিবাসীর সংখ্যা বৃদ্ধি করেন। এ རྨ་ཨཱ། ཨོཾ་ཨཱ་༔ ༔ সামাজিক ইতিহাসে, এই হালদার মহাশয়গণের নাম বিশেষভাবে উল্লে' ८ष{१[ा । A

  • জনপ্রবাদ এই—বঙ্গে বৰ্গর-হাঙ্গামার সময়ে, নবাব আলিবঙ্গ খ সন্তোষরায়ের নিকট अप्नक फ्रांक, ध्वांकौ ब्रांजप्रब्र जना शारीी कछम । मtछाषब्राग्न फेकी प्ठि नो *ब्रि*ि