পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। శిసి প্রান্ধের জোগাড় হইতেছে, এমন সময়ে চারিদিকে জনরব উঠিল—যে কালীপ্রসাদ বাবু, এক মোগল-বাইওয়ালীর গৃহে প্রায়ই রাত্রিযাপন করেন, সুতরাং প্তাহার পিতৃশ্ৰাদ্ধে, কোন ব্রাহ্মণ কায়স্থ উপস্থিত হইবেন না । কায়স্থ-শ্রেণীর জন্য, কৰ্ম্মকর্তা কালীপ্রসাদ দত্ত, ততটা উদ্বিগ্ন হন নাই, কারণ সে সময়ে কলিকাতার কায়স্থদিগের অনেকগুলি দল ছিল। তিনি আশ্বাস পাইলেন, রাজাদের দল ব্যতীত, অন্য সকল দল উপস্থিত হইবে—কিন্তু ব্রাহ্মণদলের জন্য উiহার বড়ই চিস্ত হইল। কলিকাতা ও তৎসন্নিকটস্থ ব্রাহ্মণগণ, রাজবাটীর বুক্তিভোগী ও অনুগত। ব্রাহ্মণের উপস্থিত না থাকিলে এবং দানগ্রহণ না করিলে, কিরূপে তাহার পিতৃশ্ৰাদ্ধ সম্পন্ন হইতে পারে ? এই বিপদে পড়িয়া, কালীপ্রসাদ বাবু সে কালের রামদুলাল সরকার মহাশয়ের সহিত (ছাতুবাবু-লাটুবাবুদের আদিপুরুষ ) পরামর্শ করিতে গেলেন। সরকার মহাশয়, তাহাকে আশ্বাস দিয়া, বড়িশায় আসিলেন এবং বৃদ্ধ সন্তোষ রায়ের নিকটে, কালীপ্রসাদের উপর সমাজের সমস্ত অত্যাচারের কথা জানাইলেন । পরিশেষে এই মহাদায়োদ্ধারের জন্য, তাহার সাহায্য প্রার্থনা করায়, সন্তোষরায় তাহীদের নির্ভাবনায় থাকিতে বলেন । সন্তোষরায়, সেই সময়ে কুলে-শীলে ধনে-মানে একজন নামজাদ লোক। মিমি নবাব অলিবন্দীর নিকট হইতে “খোরণকী-মঙ্গল” অfদণয় করিতে পারেন, তিনি বড় সহজবুদ্ধির লোক নহেন। ধরিতে গেলে, দক্ষিণ-বঙ্গের মধ্যে তিনিই তখন সমাজপতি । অসংখ্য ব্রাহ্মণ—তাহার পিতা কেশবরাক্সের ও তাহার নিকট হইতে ব্রহ্মোত্তর লাভ করিয়া, অজিও জীবনযাপন করিতেছেন । সন্তোষরায়, কালীপ্রসাদ বাবুকে অভয় দিয়া, এই সমস্ত দলস্থ ব্রাহ্মণকে লইয়া, শ্ৰাদ্ধসভায় উপস্থিত হন। কালীপ্রসাদ বাবু, এই শ্রাদ্ধোপলক্ষে উক্ত ব্রাহ্মণদের বিদায়ের জন্ত পচিশ হাজার টাকা দান করিলে, সন্তোষরায় ব্রাহ্মণদের বলেন--" দেখুন। আমরা যদি এই টাকা লই, তাহা হইলে লোকে বলিবে, যে আমরা টাকার লোভে পড়িয়া, এক পতিত-ব্যক্তির পিতৃশ্ৰাদ্ধে উপস্থিত হুইয়াছিলাম। এ অপবাদ-ভার বহন করা অপেক্ষ, এই টাকা ধৰ্ম্মার্থে ব্যয় করিলে, কেহ একটি কথাও বলিতে পরিবে না।" সম্ভোষরায়ের এই মুক্তিযুক্ত ৰাক্য, সকলেই এক মতে গ্রহণ করায় ঐ টাকা কালীর মন্দির নিৰ্ম্মাণের জন্য প্রদত্ত হইল । * মায়ের বর্তমান মণিাৱট, আটকাঠা ভূমির উপর-নিস্থিত। ইহা উচ্চে ৬• হাত । ইহার ভিতরের পরিসর ৫ • হাত । ७ई भकिङ्ग निकई५ ছইতে, সাত } %