পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। לóל শায় অসিয়া বাস করেন। এই সময়ে, কলিকাতার সন্নিহিত গ্রামসমূহ অতি জঙ্গলময় অবস্থায় ছিল। তবে মধ্যে মধ্যে লোকজনের বাস ছিল। ১৭•• খ্ৰীষ্টাব্দের পর, ইংরাজেরা গোবিন্দপুর হইতে অধিবাসীদের বাস উঠাইয়া দিলে, তাহদের অনেকে ভবানীপুর, কালীঘাট প্রভৃতি অদূরবর্তী গ্রাম সমূহে গিয়া বাস করেন । তখন এ সকল স্থানে যথেষ্ট ব্যাস্ত্রাদির ভয় ছিল । * গোবিন্দপুর হইতে উঠিয়া আসিয়া, কালীঘাটে ও উহার উত্তর প্রান্তে চড়কডাঙ্গায় বাসস্থান নিৰ্ম্মাণ করিবার পর, কালীর সেবায়েত ভবানীদাসের পৌত্ৰগণ, বল্লালী-মতে কুলক্রিয়া আরম্ভ করেন। তাহারা ভাগিনেয় কা দৌত্ৰি-দিগকে, কালীঘাটে বাসজন্য, দেবোত্তর ভূমি প্রদান করিয়াছিলেন। ধরিতে গেলে, এই সময়কে ভবানীপুর ও কালীঘাট গ্রামের সংস্থাপনের সূত্রপীত বলা যাইতে পারে। কালীর সেবায়েতগণের যত্নেই, কালীঘাটে কুলীন ব্রাহ্মণদের প্রথম বাস ছয় । পরে ইংরাজের কলিকাতায় রাজধানী স্থাপন কৰিলে, ইহা ক্রমশ: জনাকীর্ণ হইতে থাকে। ইঙ্গ হইতে দেখা যায়, বড়িষার সাবর্ণ চৌধুরীদের প্রাধান্সের পূৰ্ব্বেই, কালীঘাট গ্রাম, কালীর সেবায়েৎগণের হইয়াছিল। তবে কি সূত্রে, তাহা উহঁদের হস্তগত হয়, তাঙ্গর কোন প্রমাণ নাই । ক্ষত্রিয়-রাজগণ যে পূৰ্ব্বকালে কালীর-সেবার জন্য-ভূমিদান করেন তাহারও কোন অতুশাসন-পত্ৰ নাই । বল্লালী-অমলে, এই কালীঘাট, তীর্থবাস রূপে, কাহাকুজাগত পঞ্চব্রহ্মণের একজনকে দেওয়া হয়, তাহা আমরা ইতিপূৰ্ব্বে দেখাইয়াছি। কিন্তু সে সময় কালীঘাটের অরস্থা কিরূপ ছিল, তাহার কোন বিবরণ জানিবার উপায় নাই। বরঞ্চ প্রমাণ হয়, প্রতাপাদিত্যের সময়েও, কালীঘাট ভীষণ বনজঙ্গল-সমাচ্ছন্ন, তন্ত্রাচারী, ভীমকায় কাপ|লিকদের নিবাস-ভূমি। অশোক, শিলাদিত্য, দেবপাল, ভীমপাল, মহীপাল প্রভৃতি হিন্দু ও বৌদ্ধ-রাজগণের দান সম্বন্ধে, অনেক তাম্রলিপি ও অনুশাসনপত্র দেখিতে পাওয়া যায় বটে, কিন্তু ইহাদের কোনটীতেও কালীঘাটের ভূমিদানের ব্যবস্থা দেখিতে পাওয়া যায় না । সেন-বংশীয় রাজাগণ, কিম্বা মুসলমানাধিকারের পর, যে সমস্ত হিন্দুরাজা, বঙ্গদেশে স্বাধীনভাবে রাজত্ব

  • ইহার অম্লান পঞ্চাশ ঘটে যৎসরের পরেও, কলিকাতা ভবানীপুরের পার্শ্বস্থ-স্থানেৰ জঙ্গল, সম্পূর্ণরূপে পরিষ্কৃত হয় নাই। এরূপ শোনা গিয়াছে-ওয়ারেণ হেষ্টিংস সাহেব, বর্তমান হরিণবাড়ী জেলের নিকটস্থ বনে, হস্তী-পৃষ্ঠে আরোহণ করিয়া—বন্যবরাহ ইত্যাদি পকার tBBB S BBB BB BS BB BBBBBB BB BBBB BBB BBB BDD BBBDSBBBS BBB BBBS BB BBBB BBB BBBB BB BSBBSBS BBBBBB BH •चैउिél झन्न ।