পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। @ গুণের নিকট হইতে লইয়া,তৎপরিবর্ভে মুনী-সাহানগরে ১২ বিঘা জমী,হালদার হাশয়দের “এগুয়াজি” রূপে নিষ্কর করিয়া দেন। কালীঘাটের বাজার ও পুলিস, এখন যে স্থানে অবস্থিত - তাহাই হুজুরীমলের ঐ বারবিক্ষা জমীভূক্ত। এমন এই স্থান, আলিপুরের কালেক্‌টার সাহেবের অধীন। * ওয়ারেণ হেষ্টিংস সাহেবের আমলে—১৭৭২ খ্ৰীষ্টাবো, জমীদারদের সহিত একটী রাজস্ব সম্বন্ধীয় বন্দোবস্ত হইয়াছিল। টেলর ও রিচার্ড নামক দুইজন কালেক্টর, সমস্ত জমী জরিপ করিয়া, তাহার এক নক্সা প্রস্তুত করেন। মক্স। প্রস্তুত হইলে – জৰ্মীদারদের সহিত পচিবৎসরের জন্ম, জর্মী-সম্বন্ধে বন্দোবস্ত হয়। কালীঘাট--এই ১৭৭২ খ্ৰীষ্টাব্দের নক্সার মধ্যেও পড়ে নাই। ইহাতে বোধ হয়, “দেবোত্তর” বলিয়া কালীঘাট এই নক্সাভুক্ত করা হয় নাই। ് ১৭৮৯ খ্ৰীষ্টাব্দে লর্ড কর্ণওয়ালিস, রাজস্ব সম্বন্ধে আর এক নূতন বন্দোবস্ত করেন। এই বনেণবস্ত প্রথমতঃ দশবৎসরের জন্য হয়। বাঙ্গলার দক্ষিণ বিভাগেৰু রাজস্ব-বন্দোবস্ত, সন্তোষরায়ের সহিত হয়। পরে ১৭৯৩ খ্ৰীষ্টাব্দে ইহা “চিরস্থায়ী-বন্দোবস্তে” দাড়ায় । ১৭৮৯ খ্ৰীষ্টাব্দের এ বন্দোবস্তেও, কালীঘাট সম্বন্ধীয় রাজস্বের কোন উল্লেখ মাত্র নাই। সুতরাং এই সময়েও উহ! সন্তোষরায়ের জমীদারী কিম্বা ইংরেজ-কালেক্টর, কাহারও অধীনে আসে নাই । পূৰ্ব্বাবধি যেরূপ ছিল—সেই রূপই রহিয়া গেল। কালীঘাটের ভূমির খাজনা, জমীদারও পাইতেন না—ইংরাজ কালেক্টরও লইতেন না । তজ্জন্ত কালীঘাটের দেবোত্তরভূমি, এতগুলি রাজস্ব বন্দোবস্তের পরও, কোনরূপ রাজকরের অধীন হইল না। পরে ১৮৫৫ খ্ৰীষ্টাব্দে, মেজর আর স্মাইথ সাহেব, আর একবার ২৪ পরগণা জরীপ করেন। আলীপুরের ডেপুটী কালেক্টর, বাবু গোবিনপ্রসাদ পণ্ডিতের সময়ে, কালীঘাটকে, “ইংরাজদের ডিহি-পঞ্চান্নগ্রামের অন্তর্গত এবং এজন্য করতুক্ত হওয়া উচিত”–এই দাবীতে ক্রোক করা হয় । সমস্ত বিষয়ে তদন্ত করিয়া, কালেক্টর সাহেব এ বিষয়ের চূড়ান্ত মীমাংসার জন্য • গবর্ণমেণ্টের নিকট কাগজপত্র দাখিল করেন। ইহার অব্যবহিত পরে প্রসিদ্ধ সিপাহী-বিদ্রোহ উপস্থিত হওয়ায়, এ বিষয়ের নিষ্পত্তি হইবার বিলঙ্ক ঘটে। বিদ্রোহশাস্তির পর, ১৮৬১ সালে ইংরাজ গবর্ণমেণ্ট কালীঘাটকে কর হইতে মুক্ত করিয়া দেন।

  • হুজুরীমল কোম্পানীর নিকট দানরূপে যে জমী পান, তাহ তিনি ব্যবহার করেন ই ! বোধ হয়, দানের জনীতে মন্দিরাদি প্রতিষ্ঠায় পুণা-সঞ্চয় হইবে না—এইরূপ তাৰি*६, তিনি শিল্পবয়ে স্বতন্ত্রণ্ডাবে গঙ্গারঘাট ও চানি প্রভৃতি নিৰ্মাণ করিয়া দেন।