পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। >8° মতে—এই ‘দহ’ গঙ্গার তলদেশ অপেক্ষা সমধিক গভীর ও তথায় স্রোতের আধিক্য থাকাবশতঃ, উহা পূর্ণ হইয়া উঠিতে পারে নাই। সুতরাং ঐ দহের পশ্চিমে, গঙ্গার তলদেশ ক্রমশঃ সমুন্নত হইয়া উঠিলে, গঙ্গার স্রোত ঐ স্থান হইতে সরিয়া গিয়া, দক্ষিণাভিমুখে প্রবাচিত হইতে লাগিল এবং কালস্রোতে পলী পড়িয়া, উগ একটা ক্ষুদ্র হ্রদরূপে পরিবপ্তিত হইল। উড়িষ্যার চিলুকা হ্রদ যেমন সমুদ্র-সম্ভব. কালীকুণ্ড হ্রদও সেইরূপ নদী-সম্ভব। তবে চিল্কণ-হ্রদ বয়োজন ব্যাপী, আর কালীক ও হ্রদ অতি ক্ষুদ্র। গঙ্গার তীর হইতে এমন কি চারি পাচ শত হস্ত দূরে, কালীঘাট বা তৎসন্নিহিত স্থানে কুপ-খনন সময়ে, সমুদ্র চটের সিকতাময় ভূমির সদৃশ, স্তর স্তর মুত্তিক দেখিতে পাওয়া যায় । অন্যান্স স্থানে প্রাপ্ত গলিত-উদ্ভিদ-ময় মৃত্তিকা দেখা যায় না। ইহাতে সুচারুরূপে প্রতীয়মান হয়, সে কালীঘাটের গঙ্গার, ঈষদূরবর্তী স্থান সকল, পূৰ্পে গঙ্গার গর্ভে নিমগ্ন ছিল এবং কালক্রমে স্তর পড়িয়া, ক্রমশঃ সমুন্নত হইয়া, উচ্চভূমির আকারে পরিণত হইয়াছে ও তৎপরে ইহা মনুষ্যের আবাসভূমি হইয়াছে । কালীর পুরী হইতে, প্রায় দুই শতাধিক হস্ত পশ্চিমে, এখন আদি-গঙ্গা প্রবাহিত রহিয়াছেন। কালীঘাটের হালদার মহাশয়গণ—কালীঘাটের প্রথম অধিবাসী । কিন্তু কালীর পুরীর পশ্চিমে, উহাদের বাস দেখিতে পাওয়া যায় না। কালীক্ষেত্রের দক্ষিণ ও পূর্বদিকে, হালদারগণের নিৰ্ম্মিত প্রাচীন এমারতগুলি দেখা যায়। ইহা হইতে অনুমান করা যায়, যে হালদারগণের প্রথম বাসের সময়, গঙ্গা–কালীপুরীর আরও নিকটবৰ্ত্তী স্থান দিয়া প্রবাহিত ছিলেন । কালীকুও হ্রদের পশ্চিমে, গঙ্গার তীর পর্যন্ত সমূদায় স্থানের মধ্যে কোথাও একটীও প্রাচীন বৃক্ষ দেখা যায় না। ঐস্থানে আবহমান কাল উচ্চভূমি থাকিলে, উক্ত স্থানে অন্ততঃ একটাও প্রাচীন অশ্বখ, বট বা অন্য কোন বৃক্ষ দেখিতে পাওয়া যাইত। কালীঘাট এখন সমুদ্র-তল হইতে ১১।১২ হস্ত উচ্চ হইয়াছে, কিন্তু তবুও আদিগঙ্গায় জোয়ার আসিলে, গঙ্গাতীরবর্তী অধিকাংশ স্থল জলমগ্ন হইয়া যায়। - এই কালী-কুও হ্রদের পঙ্কোদ্ধারের জন্ত, দুই তিন বার চেষ্টা করা रतः ।। १v१:.१ः অবোঁ, কালীর সেকায়েতগণ, আপনাদের মধ্যে চাদ * করিয়া, ইহার সামান্য সংস্কার করেন। পরে ১৮৮৭ অক্টো, আলিপুরের মিউনিসিপ্যালিটা হইতে—ইহার পক্ষোন্ধার করা হয়। কিন্তু খনকেরা, ইহার সমুদায় জল বহু চেষ্টা দ্বারাও একবারে সেচন করিয়া উঠিতে পারে নাই ।